ঢাকা, রবিবার ১৯, মে ২০২৪ ৫:০৬:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ফের অস্থির ডিমের বাজার এক সপ্তাহ পরে বাজারে আসবে দিনাজপুরের লিচু ভিসা অনিশ্চয়তায় ৪ হাজারের বেশি হজযাত্রী রাজধানীতে কক্সবাজার এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে স্বস্তি

নোয়াখালীতে তিন মাসে নারী ও শিশুর প্রতি ২২ সহিংসতা

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নোয়াখালীতে অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে নারী ও শিশুর প্রতি ২২ টি সহিংসতার ঘটনা সংগঠিত হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৯ নারী, কিশোরী ও শিশু। যাদের বয়স ৫-১৮ বছর। জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষন করে এমন তথ্য দেন নারী অধিকার জোট নোয়াখালী। বৃহস্পতিবার বেলা ১১টায় নোয়াখালীর মাইজদীর একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত নারীর প্রতি সংগঠিত সহিংসতা সংক্রান্ত নাগরিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নারী অধিকার জোট নোয়াখালীর ওই ত্রৈমাসিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, উল্লেখিত ওই সময়ে গণমাধ্যমে নোয়াখালী সদর ও কোম্পানিগঞ্জ উপজেলায় সহিংসতার ঘটনা বেশি প্রকাশিত হয়েছে বলে জানানো হয়। এছাৃড় নোয়াখালী নারী ও শিশু ট্রাইব্যুনালের তথ্যানুযায়ী অক্টোবর-ডিসেম্বরে মোট মামলা হগয়েছে ১১৭টি। এ মামলাগুলো যৌতুক, বাল্যবিয়ে, ধর্ষণ, নারী পাচার, অপহরণ ও ইভটিজিং মামলা। এতে বোঝা যায়, প্রতিনিয়ত নারী নির্যাতনের ঘটনা ঘটলেও সকল ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয় না।

নোয়াখালী সদর এবং চাটখিলে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে। শিশু শ্রেণির শিক্ষার্থী  বিদ্যালয়ের দপ্তরীর দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছে। গৃহবধু আত্মহত্যার খবর প্রকাশিত হয়েছে ৩টি, পরিবারের দাবী নির্যাতন করে হত্যা করা হয়েছে।

নারী অধিকার জোট ২০২২ সালে ত্রৈমাসিক ভিত্তিতে নোয়াখালীতে নারী ও শিশুর উপর সংঘটিত সহিংসতার ৪ টি প্রতিবেদন উপস্থাপন করে।

প্রতিবেদনে সহিংসতা হ্রাসে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক সংঘবদ্ধতা ও রাজনৈতিক নেতৃবৃন্দের এগিয়ে আসার আহবান জানানো হয়। সেই সাথে সমস্যা উত্তরণে ৯টি দাবিও উত্থাপন করা হয়।

প্রতিবেদন উপস্থাপন করেন, নারী অধিকার জোট, নোয়াখালীর সভাপতি লায়লা পারভীন, সদস্য সচিব মনোয়ারা আক্তার মিনু ও সদস্য ফাজানা তিথী। এসময় উপস্থিত ছিলেন জোটের সদস্য নারী নেত্রী রওশন আক্তার লাকী, ফৌজিয়া নাজনীন, নুরের নাহার পপি প্রমূখ।