ঢাকা, রবিবার ১৯, মে ২০২৪ ৩:০০:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ফের অস্থির ডিমের বাজার এক সপ্তাহ পরে বাজারে আসবে দিনাজপুরের লিচু ভিসা অনিশ্চয়তায় ৪ হাজারের বেশি হজযাত্রী রাজধানীতে কক্সবাজার এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে স্বস্তি

পাইকগাছার অদম্য ৫ নারী পাচ্ছেন জয়িতা সম্মাননা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২২ পিএম, ৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রতিবছরের ন্যায় চলতি বছরেও খুলনার পাইকগাছা উপজেলার ৫জন নারী ৫ ক্যাটাগরীতে পাচ্ছেন জয়িতা সম্মাননা।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর থেকে নিবার্চিত ৫ নারীকে শুক্রবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করা হবে। এ বছর উপজেলার যে ৫জন নারী মনোনিত হয়েছেন তারা হলেন, “শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী” ক্যাটাগরীতে রহিমা সুলতানা বুশরা। তিনি পৌরসভার বাতিখালী গ্রামের জিএম নাহিদুল এহসান মিলন এর সহধমীর্নি। তার পিতা এসএম সহিদুল ইসলাম ও মাতা সাহিদা ইসলাম। রহিমা সুলতানা প্রশাসনের ৩৪তম ব্যাচের বিসিএস কর্মকতা। বর্তমানে উপজেলা নিবার্হী অফিসার হিসেবে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ
উপজেলায় কর্মরত রয়েছেন তিনি।

“সফল জননী” ক্যাটাগরীতে আকলিমা আজাদ। তিনি উপজেলার রাড়লী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সহধমীর্নি। সফল এ জননী’র ৫ সন্তানের মধ্যে ছেলে আমিনুল ইসলাম টুকু সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোমিনুল ইসলাম মুকুল বিএ পাশ ও প্রাক্তন চাকুরীজীবী, ইনামুল ইসলাম বকুল মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক, তারিকুল ইসলাম উজ্জ্বল বান্দরবন জেলা পুলিশ সুপার ও মেয়ে আশরাফুন্নেছা রত্না বিএ পাশ।

“নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী”
ক্যাটাগরীতে শাহিদা আক্তার। তিনি পৌরসভার বাতিখালী গ্রামের মৃত মেছের আলী
ও মৃত ফুলজান বিবির অভাগা মেয়ে। পিতা-মাতা হারা এতিম শাহিদা পালিত ভাই
মুনছুর আলীর এখানে থেকে চরম অভাব অনটনের মধ্যে এইচএসসি পাশ করে বর্তমানে
একটি বেসরকারী প্রতিষ্টানে কর্মরত রয়েছে।

“অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী” ক্যাটাগরীতে পুতুল রজক। তিনি উপজেলার
হরিঢালী গ্রামের গঙ্গাধর রজক ও সন্ধ্যা রাণী রজক এর মেয়ে। মধ্যবিত্ত
পরিবারে বেড়ে ওঠা পুতুল এইচএসসি পাশ করার পর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে
প্রশিক্ষণ ও এনজিও থেকে ঋণ নিয়ে গরুর খামার করে সাবলম্ভী হয়েছেন।

“ সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী” ক্যাটাগরীতে কাকলী রাণী
সরদার। তিনি উপজেলার উত্তর খড়িয়া গ্রামের কমলেশ সরকারের স্ত্রী। তিনি বিএ
পাশ করে নারী উদ্যোক্তা ও কমিউনিটি পুষ্টি স্বেচ্ছাসেবী হিসেবে সমাজে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান জানান, শুক্রবার বেগম রোকেয়া দিবস ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাদেরকে সম্মাননা প্রদান করা হবে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, জয়িতা সম্মাননা প্রদান
নারীদের জন্য সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এবারে যে সকল নরী জয়িতাসম্মাননা পাচ্ছেন তাদের সকলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এ কর্মকর্তা।