ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ৫:৪৪:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী নারীদের সর্বাধিক সম্মান দিয়েছেন: মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ৯ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‌‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম দেশে নারীদের সর্বাধিক সম্মান দিয়েছেন। দেশের ইতিহাসে ভোটার তালিকায় প্রথম বাবার নামের সঙ্গে মায়ের নাম সম্পৃক্ত করেছেন প্রধানমন্ত্রী। যেখান থেকে নারীদের এগিয়ে আসার বিযয়টি উৎসাহিত হয়।

উপনেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিবন্ধী শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষে প্রতিবন্ধী স্কুল করে দিয়েছেন। প্রতিবন্ধী শিশুরা কথা বলতে পারতো না, তারা এখন বলে হাত তুলে আমি প্রতিবন্ধি। গ্রামের মেয়েরা,মায়েরা আগে কথা বলতে পারতো না। তারা এখন জোর দিয়ে কথা বলতে পারে।’

বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল মিলনায়তনে রিপোর্টার্স ইউনিটি ও ফ্রেন্ডশীপ এনজিও আয়োজিত ‘আন্তর্জাতিক নারী দিবস, ডিজিটাল সাংবাদিকতা: নারীর চ্যালেঞ্জ ও ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ই-কমার্স ব্যবস্থা চালু হওয়ায় নারী সমাজে অর্থনৈতিক সাফল্য এনে দিয়েছে। আমাদের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে সমানভাবে শক্তিশালী করতে হবে।’

তিনি বলেন, ‘সাংবাদিকতা পেশায় পুরুষের চেয়ে এখনো নারী পিছিয়ে আছে। এখনো ৪৫ শতাংশ নারী তার কর্মস্থলে হয়রানির শিকার হচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘স্যোসাল মিডিয়াতে অনেক কিছুই আমরা দেখছি। কিন্তু মূলধারার প্রিন্ট, ইলিকক্ট্রনিক্স ও অনলাইলন মিডিয়ায় প্রচারিত খবর তথ্যই আমাদের কাছে বিশ্বাসযোগ্য হয়। কেননা মূলধারায় যারা কাজ করছেন তাদেরকে তথ্য-উপাত্তের সত্য-মিথ্যা যাচাই-বাছাই করেই সংবাদ পরিবেশন করতে হয়। একেই বলে গণমাধ্যম।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী বলেন, ‘আজ বাংলাদেশে প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেত্রী নারী, সংসদ নেতা নারী, সংসদ উপনেতা নারী, শিক্ষামন্ত্রী নারী,স্পীকার নারী।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ফাউণ্ডার এন্ড এক্সিকিউটিভ ডিরেক্ট ও ফ্রেন্ডশীপ এনজিওর রুনা খান, আর এফ এস এডভাইজরি ও বিডব্লিউসিসিআই এর প্রতিষ্ঠাতা পরিচালক নাজমা জামালউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন- ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং অনুষ্ঠানটি সঞ্চালন করেন ডিআরইউ’র নারী সম্পাদিকা মরিয়ম মনি সেজুঁতি, মূল প্রবন্ধ উপস্থাপন করেন উইমেননিউজ২৪.কম-এর সম্পাদক আইরীন নিয়াজী মান্না।

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টর্স ইউনিটির পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট উপহার দেওয়া হয়। এসময় নারী দিবস উপলক্ষে ডিআরইউ থেকে প্রকাশিত ম্যাগাজিন কণ্ঠস্বর-এর মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথি মতিয়া চৌধুরী।