ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১৭:৫৯:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাসমূহ গভর্নমেন্ট টু পাবলিক (জিটুপি) পদ্ধতিতে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রক্রিয়ায় সুবিধাভোগীরা ঘরে বসেই মোবাইলে ভাতা পাবেন। এ সময় সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় সঠিক মানুষদের কাছে ভাতা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে তিনি এ কার্যক্রমের ‍শুভ সূচনা ঘোষণা করেন।

এর পর চাঁদপুর, পিরোজপুরসহ চারটি জেলা থেকে সুবিধাভোগীরা ভিডিও কনফারেন্সে যোগ নিজেদের অভিজ্ঞতার কথা জানান। তারা এ কার্যক্রমের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এ সময় সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাসমূহ জিটুপি পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীর নিকট প্রেরণের জন্য মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান হিসেবে ‘নগদ’ ও ‘বিকাশ’-কে নির্বাচনের কথা জানানো হয়।

-জেডসি