ঢাকা, বুধবার ১৭, এপ্রিল ২০২৪ ৩:৫২:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে ফিরেছেন ২১ লাখেরও বেশি সিমধারী ভাসানটেকে আগুন: মায়ের পর মারা গেলেন মেয়েও ফরিদপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১ রাজধানীতে ফিরছে মানুষ লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু

ফুসফুস ছাড়াও পুরো শরীরের জন্য ক্ষতিকর করোনা: গবেষণা

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২২ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সম্প্রতি এক গবেষণা থেকে জানানো হয়, ফুসফুসই কেবল নয়, পুরো শরীরেই ব্যাপকমাত্রায় ক্ষতিকর করোনাভাইরাস। শুক্রবার বিষয়টি নিয়ে গবেষণারত চিকিৎসকরা জানিয়েছেন, ফুসফুস ছাড়াও করোনাভাইরাস কিডনি, লিভার, হার্ট, নার্ভ, চামড়া এবং হজমশক্তির ব্যাপক ক্ষতি করে। -সিএনএন

কোভিড-১৯ রোগীদের প্রতিবেদন যাচাই করে এই তথ্য পাওয়া গেছে। নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া ইউনিভার্সিটি আরভিং মেডিক্যাল সেন্টার পুরো বসন্ত জুড়েই উপচেপড়া ভীড়ে রোগী ভর্তি ছিলো। এই হাসপাতালের চিকিৎসকরা এই গবেষণা চালান। এক্সরে এবং শরীরের ভেতরের ছবি বলছে , করোনাভাইরাস শরীরের সবগুলো প্রধান অঙ্গকে আক্রমণ করে। সরাসরি এই আক্রমণে রক্ত একেবারে জমাট বেঁধে যায় , ফলে হৃদযন্ত্রও স্বাস্থ্যকর গতি বজায় রআখতে পারেনা। কিডনিতে বেড়ে যায় রক্তের পরিমাণ। শরীরের চামড়ায় দেখা যায় র্যাশ ।

এই গবেষণায় অংশ নেয়া ডা . আকৃতি গুপ্তা বলেন , চিকিৎসকদের এই রোগকে একটি বগুবিধ রোগ হিসেবে ধরে নিতে হবে। এই ব্যাপারে আমাদের কাছে বিশেষ কোনও তথ্য নেই। কিন্তু এ সম্পর্কে বিস্তারিত জানা জরুরি। ফুসফুসের রোগে ব্রেইন , কিডনি , হার্ট , মস্তিস্ক ক্ষতিগ্রস্থ হবে , এটা স্বাভাবিক কোনও বিষয় নয়। কোষের বিশেষ ধরনের ডোরওয়ে এসিই২ কে আক্রমণ করে করোনাভাইস। এই রাসায়নিক পদার্থ সহজেই রক্তনালীর মাধ্যমে শরীরের প্রধান অংশগুলোতে যেতে পারে। ফলে এগুলোও করোনায় প্রভাবে পড়ে যায়।

-জেডসি