ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ১৩:১২:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তীব্র তাপপ্রবাহ, সতর্ক থাকতে মাইকিং ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপ আজ শুরু জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই দেশ আরও উন্নত হতো টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা

ফের বাড়ছে সুরমা নদীর পানি, বন্যা অবনতির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৭ এএম, ৩০ জুন ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সুনামগঞ্জের ছাতক দোয়ারাবাজার ও সদর উপজেলায় গত তিন দিনের টানা বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। এরই মধ্যে ফের পানিবন্দি হয়ে পড়েছেন মানুষ।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে সুনামগঞ্জ শহরের নিম্নাঞ্চলের রাস্তাঘাট পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সুরমা নদীর পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৮৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি ১১ সেন্টিমিটার বেড়েছে। সীমান্ত নদী যাদুকাটা, খাসিয়ামারা, চেলা, চলতিসহ পাহাড়ি নদী দিয়ে স্বল্প পরিমাণে উজানের ঢল নামছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, সুনামগঞ্জে উজানের ঢল ও টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। এভাবে টানা বৃষ্টি হলে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই।