ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১৫:০২:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে নানা শঙ্কা পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

বনানীতে অগ্নিকান্ড: যানজটে ভোগান্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২১ আগস্ট ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়িতে একটি ছয় তলা ভবনের তিন তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। তবে প্রায় চার ঘণ্টা ধরে ফায়ার সার্ভিস চেষ্টা চালালেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বিমান বাহিনী এবং ওয়াসা। আগুন নিয়ন্ত্রণে আনার সুবিধার্থে মহাখালী থেকে বনানী চেয়ারম্যান বাড়ির মোড় পর্যন্ত দুই পাশের রাস্তা বন্ধ করে দিয়েছে ট্রাফিক বিভাগ। এতে ওই এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

চেয়ারম্যান বাড়ির মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করা শাহীন মনজুর বলেন, রাস্তার পাশের ভবনে আগুন লাগায় উত্তরা থেকে মহাখালীগামী গাড়ি চেয়ারম্যান বাড়ি মোড় থেকে ঘুরিয়ে দেয়া হচ্ছে। এছাড়া ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও ওয়াসার গাড়ি যেন দ্রুত আসতে পারে এজন্য উত্তরাগামী রাস্তা মহাখালী থেকে বন্ধ করে দেয়া হয়েছে। এজন্য যানজটের সৃষ্টি হয়েছে।

এই ট্রাফিক কর্মকর্তা জানান, আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। ধোঁয়াও কমে গেছে। আশা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে রাস্তা খুলে দেওয়া হবে। এতে যানজট কমে আসবে বলে আশ্বাস দেন তিনি।

বনানীতে যানজটে আটকে পড়া একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আহসানুল্লাহ বলেন, সকাল ১০টা থেকে তিনি প্রায় দুই ঘণ্টা জ্যামে আটকে আছেন। গাড়ি একই জায়গায় দাঁড়িয়ে আছে। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওয়ানা দিয়েছেন।

এর আগে সকাল সোয়া নয়টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ির একটি ছয় তলা ভবনের দোতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। আগুন ভয়াবহ রূপ ধারণ করায় ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে আসে। দুপুর সাড়ে ১২টা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুনের ভয়াবহতা কমেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

-জেডসি