ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১৫:০২:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে নানা শঙ্কা পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

বনানীতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২১ আগস্ট ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি ছয় তলা ভবনের তিন তলায় লাগা আগুন প্রায় তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

শনিবার সকাল ৯টার কিছু সময় পর এই আগুনের সূত্রপাত হয়। বেলা সোয়া ১২টা নাগাদও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আগুন লাগার খবর পেয়ে তাদের আটটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরবর্তী সময়ে আরও তিনটি ইউনিট যোগ দিয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। তবে ভবনটি মূল সড়কের পাশে হওয়ায় জনতার চাপে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানান তিনি। এছাড়া আশপাশে পানির কোনো উৎসও নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছয় তলা ভবনটির তৃতীয় তলায় বিভিন্ন ধরনের ক্রেস্ট তৈরি করা হয়। সেখানে একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত। সেই গোডাউনে কেমিক্যাল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ভবনটির ভেতরে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। ধোঁয়া ছড়িয়ে পড়েছে আশপাশের ভবনেও। আশপাশে কয়েকটি পোশাক কারখানা রয়েছে। সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে আগুন লাগার পর বিমানবন্দর সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। মহাখালী থেকে বনানীগামী সড়কের এক পাশ বন্ধ থাকায় এই সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। সেখানে ভিড় করেছেন শত শত উৎসুক জনতা। এতে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এখন পর্যন্ত আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ভেতরে কেউ আটকে আছে কি না সে সম্পর্কেও কিছু জানা যায়নি।

-জেডসি