‘দেশে এই প্রথম প্রাতিষ্ঠানিকভাবে নারী নির্যাতিত হলো’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:০৩ পিএম, ২৩ এপ্রিল ২০১৮ সোমবার
বাংলাদেশে এই প্রথম প্রাতিষ্ঠানিকভাবে নারী নির্যাতিত হলো, বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ।
রোববার অপরাজেয় বাংলার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকবৃন্দের ব্যানারে আয়োজিত মানবন্ধনে সংহতি জানিয়ে তিনি এই মন্তব্য করেন।
সৈয়দ আবুল মাকসুদ বলেন, ‘বাংলাদেশে ব্যক্তি দ্বারা নারী নির্যাতিত হচ্ছে, বাংলাদেশে এই প্রথম প্রাতিষ্ঠানিকভাবে নারী নির্যাতিত হলো। সেটি বাংলাদেশের শ্রেষ্ঠ ভূখণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এটা আমাদের সকলের জন্য লজ্জা। আমি এটা দাবি জানাব প্রাতিষ্ঠানিক নারী নির্যাতন যেন এটাই শেষ ঘটনা হয়। দ্বিতীয় বার যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।’
অধ্যাপক তাসনিম সিরাজ মাহমুদ বলেন, ‘একজন শিক্ষক যদি শিক্ষার্থীদের সন্তানতুল্য মনে না করে তাহলে তার শিক্ষকতা জীবন ব্যর্থ। আমাদের দায়িত্ব শুধু তাদের ক্লাস নেওয়া নয়। তাদের শারীরিক ও মানসিক নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব। যে শিক্ষকরা প্রশাসনে আছেন তাদের বলব, আগে শিক্ষক হোন তারপরে প্রশাসনের দায়িত্ব পালন করুন।’
সভাপতির বক্তব্যে অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘আমরা কোনো বিশেষ রঙের স্বার্থ উদ্ধার করার জন্য এখানে দাঁড়াই নাই। আমরা সাধারণ ছাত্র,শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষার জন্য এখানে দাঁড়িয়েছি। যে সংকট তৈরি হয়েছে, তার জন্য রাষ্ট্রযন্ত্র দায়ী। আমরা জানি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও প্রক্টরের অনুমতি ছাড়া পুলিশ ঢুকতে পারে না।
তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা রয়েছেন তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। আমরা হলে হলে দেখতে পাই সেখানে সামন্ত প্রভুর কতৃত্ব কায়েম হয়েছে। কিন্তু সেই হলের প্রোভোস্ট সেই হলের হাউজ টিউটরের দায়িত্ব ছিল এই ধরনের কার্যক্রম থেকে তাদের বিরত রাখা। কিন্তু তারা দলের স্বার্থ দেখবেন নাকি ছাত্রদের স্বার্থ দেখবেন, এই দুয়ে দোদুল্যমান রয়েছেন।’
এম এম আকাশ আরও বলেন, ‘আমরা দেখলাম হঠাৎ করে সুফিয়া কামাল হলে ইফফাতকে বহিষ্কার করা হল। আমরা দেখলাম উপাচার্য ঘোষণা করলেন তাকে আমরা বহিষ্কার করালাম আবার আমরা দেখতে পেলাম উপাচার্য বলছেন তাকে আমারা গ্রহণ করলাম।
তিনি বলেন, রাতের অন্ধকারে কয়েকটি মেয়েকে অভিভাবকের হাতে তুলে দেওয়া হল। আমাদের বাংলাদেশে কোন মূল্যবোধ পারমিট করে না রাত ১টা ২টায় কোনো মেয়েকে হল থেকে বের করে দেব। প্রশাসন সেই মূল্যবোধ লঙ্ঘন করেছে।
তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব যদি ফিরিয়ে আনতে হয় তাহলে দুটি বিষয় অবশ্যম্ভাবী। প্রথম দাবি হচ্ছে, ছাত্রদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচন থাকলে কেউ ঘোলা জলে মাছ শিকার করতে পারত না। দ্বিতীয়টি হচ্ছে হলগুলোতে দল নিরপেক্ষ প্রশাসন নিয়োগ করতে হবে।’
মানবন্ধনে থেকে বক্তারা জানান, কোনো শিক্ষার্থীকে যদি হয়রানি করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষকরা সমীচীন জবাব দেবেন।
এতে আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম উদ্দিন খান, অধ্যাপক নাসরিন ওয়াদুদ, অধ্যাপক তাসলিম সিদ্দিকসহ আরও অনেকে।
গত ১৯ এপ্রিল, বৃহস্পতিবার রাত ১০টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ সাবিতা রিজওয়ানা রহমান দুই হাজার ছাত্রীকে বহিষ্কারের হুমকি দেন।
এ ছাড়াও ওই দিন রাত ১০টা থেকে ১টা পর্যন্ত চারজন আবাসিক ছাত্রীর অভিভাবককে হলে ডাকা হয়। তাদের মধ্যে তিনজনকে অভিভাবকদের মাধ্যমে হল থেকে বের করে দেওয়া হয়। ওই চার শিক্ষার্থীর মোবাইল ফোন প্রশাসন কেড়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়।
- ‘কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারিদিকে!’
- জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান
- বড়দিনের আমেজে জয়া আহসানের বিশেষ বার্তা
- আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ নারী ভলিবল দল তৃতীয়
- মেঘনায় ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৮
- বায়ু দূষণে ‘খুবই অস্বাস্থ্যকর’ রাজধানী
- বাংলাদেশিদের হোটেল দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ‘জুলাইযোদ্ধা’ সুরভী
- সামাজিক মাধ্যম ব্যবহারে শিক্ষক-শিক্ষার্থীদের সতর্ক থাকার নির্দেশ
- ডেঙ্গুতে সর্বোচ্চ রোগী, প্রস্তুতির ঘাটতিতে বিপর্যয়
- ওপেনএআইয়ে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে ডিজনি
- শীতে যে অসুখগুলোকে অবহেলা করবেন না
- নিরাপদ, শান্তিপূর্ণ দেশ গড়ার বার্তা
- তারেক রহমানের কোথায়, কোন কর্মসূচি
- গণভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাবে সরকার
- আই হ্যাভ অ্যা প্ল্যান…
- ব্যারিস্টার জাইমার সাথে পোষা বিড়াল জেবু এসেছে
- নিরাপদ, শান্তিপূর্ণ দেশ গড়ার বার্তা
- ব্যক্তিগত রিভিউ চালু করল ওপেনএআই
- শনিবার ব্যাংক খোলা থাকবে
- তারেক রহমানের কোথায়, কোন কর্মসূচি
- মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত
- পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়লো
- পূর্বাচল ৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল
- চিনির বদলে যেসব প্রাকৃতিক মিষ্টি খেতে পারেন
- খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ, সেই নারী কারাগারে
- সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা
- সব নতুন তামাক পণ্য নিষিদ্ধের সিদ্ধান্ত
- হাদি হত্যায় মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেপ্তার
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত











