ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ২০:০৬:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম ঈদযাত্রা: ৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

বাংলাদেশে করোনা সংক্রমণ নিম্নমুখী: জনস হপকিন্স

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫০ এএম, ৮ জুলাই ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ কমে আসতে শুরু করেছে বলে গত পাঁচদিনের এক পরিসংখ্যানে দেখিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়টির টালি অনুযায়ী, করোনাভাইরাস সংক্রমণের ১৮তম সপ্তাহে এসে বাংলাদেশে সংক্রামক এই ব্যাধিতে আক্রান্ত ও মৃত্যুহার দুটিই নিম্নগামী হয়েছে। সোমবার পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুহার আমলে নিয়ে করোনায় শীর্ষে থাকা বিশ্বের ২০টি দেশের প্রবণতাও তুলে ধরেছে জনস হপকিন্স ইউনিভার্সিটি।

গত বছরের শেষ দিক থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্থানীয় বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য সমন্বয় করে নিয়মিতভাবে একটি টালি প্রকাশ করে আসছেন জনস হপকিন্সের গবেষকরা।

তাদের তথ্যচিত্র অনুযায়ী বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, রাশিয়া, চিলি ও মিসরে করোনার প্রকোপ নিম্নমুখী। তবে বাংলাদেশের প্রতিবেশি ভারত এবং দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানে করোনা সংক্রমণের প্রকোপ ঊর্ধ্বমুখী।

এছাড়া করোনা প্রকোপ আরও বেড়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইকুয়েডর, বলিভিয়া, আর্জেন্টিনা, মেক্সিকো, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, ইরাক, ইরান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সৌদি আরবে।

জনস হপকিন্সের তথ্যচিত্র ট্র্যাক করে দেখা গেছে, মার্চের ৮ তারিখে কোভিড-১৯ এর প্রথম সংক্রমণ ধরা পড়ার ১২০ দিন পরে এসে এখন পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন করোনায় আক্রান্ত এবং ২ হাজার ৫১ জন মারা গেছেন।

এম/আরাকোভিড-১৯ তথা করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ বাংলাদেশে কমে আসতে শুরু করেছে বলে গত পাঁচদিনের এক পরিসংখ্যানে দেখিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়টির টালি অনুযায়ী, করোনাভাইরাস সংক্রমণের ১৮তম সপ্তাহে এসে বাংলাদেশে সংক্রামক এই ব্যাধিতে আক্রান্ত ও মৃত্যুহার দুটিই নিম্নগামী হয়েছে। সোমবার পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুহার আমলে নিয়ে করোনায় শীর্ষে থাকা বিশ্বের ২০টি দেশের প্রবণতাও তুলে ধরেছে জনস হপকিন্স ইউনিভার্সিটি।

গত বছরের শেষ দিক থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্থানীয় বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য সমন্বয় করে নিয়মিতভাবে একটি টালি প্রকাশ করে আসছেন জনস হপকিন্সের গবেষকরা।

তাদের তথ্যচিত্র অনুযায়ী বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, রাশিয়া, চিলি ও মিসরে করোনার প্রকোপ নিম্নমুখী। তবে বাংলাদেশের প্রতিবেশি ভারত এবং দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানে করোনা সংক্রমণের প্রকোপ ঊর্ধ্বমুখী।

এছাড়া করোনা প্রকোপ আরও বেড়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইকুয়েডর, বলিভিয়া, আর্জেন্টিনা, মেক্সিকো, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, ইরাক, ইরান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সৌদি আরবে।

জনস হপকিন্সের তথ্যচিত্র ট্র্যাক করে দেখা গেছে, মার্চের ৮ তারিখে কোভিড-১৯ এর প্রথম সংক্রমণ ধরা পড়ার ১২০ দিন পরে এসে এখন পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন করোনায় আক্রান্ত এবং ২ হাজার ৫১ জন মারা গেছেন।

-জেডসি