ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ৩:০৪:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস ২৪ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম মক্কা ও মদিনায় তুমুল বৃষ্টির শঙ্কা খালেদার গ্যাটকো মামলায় চার্জগঠনের শুনানি পেছাল কুড়িগ্রামে তাপদাহ: বৃষ্টির জন্য নামাজ আদায় থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান হলেন আ. লীগ প্রার্থী সাথী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার

ভিক্টোরিয়া পারভীন সাথী

ভিক্টোরিয়া পারভীন সাথী

যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী জয়ী হয়েছেন। তিনি প্রয়াত উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের স্ত্রী।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। উৎসবমুখর ও শন্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাত সাড়ে ৮টার দিকে সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী ১ লাখ ১ হাজার ৭৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শামছুর রহমান পেয়েছেন ২ হাজার ৩৩২ ভোট । নির্বাচনে অপর স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের দিলু পাটোয়ারি পেয়েছেন ১ হাজার ৭৭৫ ভোট। বাঘারপাড়া উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ৬৩টি ভোট কেন্দ্রে ১ লাখ ৭৩ হাজার ৭৭৯ জন ভোটারের মধ্যে ১ লাখ ৫ হাজার ৯০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

গত ৭ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার নোয়াপাড়া নামক স্থানে ঢাকা-সিলেট সহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

এদিকে গতকাল অনুষ্ঠিত যশোর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি বিজয়ী হয়েছেন। কলস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৩ হাজার ৪৫২ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী সেতারা খাতুন হাঁস প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ১০৭ ভোট। সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬০ হাজার ৫৬৭। মোট ১৭৫টি ভোট কেন্দ্রে ৮৭ হাজার ৮২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যশোর সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন।