মির্জা ফখরুলের পক্ষে ভোট চাইলেন তাঁর স্ত্রী-মেয়ে
ঠাকুরগাঁও প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৫ এএম, ১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
আগামী নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চাইলেন তাঁর স্ত্রী রাহাত আরা বেগম ও মেয়ে মির্জা সাফারুহ। সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি বান্দিগড় মাঠে মহিলা দলের উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় তাঁরা মির্জা ফখরুলের পক্ষে ভোট চান।
সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট মেয়ে মির্জা সাফারুহ বলেন, ‘আপনারা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চেনেন? তিনি আমার বাবা। তাঁকে নিয়ে আমি অনেক গর্ব বোধ করি। কারণ, তিনি অনেক সৎ, তা–ই না? আপনারা কি আমার মতো তাঁকে নিয়ে গর্ব বোধ করেন? তিনি ঠাকুরগাঁওয়ের ছেলে। ঠাকুরগাঁওয়ের ছেলে হয়ে তিনি বাংলাদেশ কাঁপাচ্ছেন। ১৭ বছর ধরে তিনি বাংলাদেশ কাঁপিয়ে এসেছেন। এখন অনেকেই অনেক কথা বলছেন, কিন্তু স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে তিনি একাই লড়ে গেছেন। তখন কিন্তু তাঁর পাশে অন্য কেউ ছিলেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সৎ ব্যক্তি, আপনাদের পাশে সব সময় আছেন, আরও বেশি কাজ করতে চান। এবারই হয়তো তাঁর শেষ নির্বাচন, যেহেতু তাঁর বয়স হয়ে গেছে। আমরা তাঁর জন্য দোয়া চাই। পাশাপাশি একটা করে ধানের শীষে ভোট চাই, যাতে তিনি জয়যুক্ত হতে পারেন।’
আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়া হবে জানিয়ে সাফারুহ আরও বলেন, ‘এটা মহিলাদের জন্য অনেক সম্মানের। এই কার্ডে আপনাদের ছবি থাকবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদের দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত মাসিক ভাতা দেওয়া হবে। পাশাপাশি আমাদের ভাই-ছেলেদের জন্য দেড় বছরের মধ্যে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শিক্ষিত বেকারদের ভাতার ব্যবস্থা করা হবে।’
বক্তব্য দেওয়ার সময় মির্জা ফখরুলের জন্য ভোট চান স্ত্রী রাহাত আরা। তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন। এর আগে আমরা আমাদের ভোট দিতে পারিনি। দিনের ভোট রাতে হয়ে গেছে। আবার তারা (আওয়ামী লীগ) দখল করে নিয়েছে। কিন্তু এবার আমরা ভোট দেব। আপনাদের প্রিয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ মার্কায় দাঁড়িয়েছেন। এই মার্কাতে আপনার ভোট দেবেন তো? ধানের শীষে ভোট দিলে আমরা একটা নতুন বাংলাদেশ পাব।’
মির্জা ফখরুলের স্ত্রী আরও বলেন, ‘তিনি (মির্জা ফখরুল) শুধু বিএনপির মহাসচিব না, বাংলাদেশের মহাসচিব। তিনি যখন কৃষি প্রতিমন্ত্রী ছিলেন, তখন ঠাকুরগাঁওয়ে বরেন্দ্র প্রকল্প নিয়ে এসেছিলেন। তখন কৃষি ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছিল। তিনি যদি এবার ক্ষমতায় আসতে পারেন, তাহলে এর চেয়ে বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। বিএনপি ক্ষমতায় এলে এখানে ৫০০ শয্যার হাসপাতাল হবে, মেডিকেল কলেজ হবে, একটা বিশ্ববিদ্যালয়ও হবে। বন্ধ বিমানবন্দর আবার চালু করা হবে। এসব পেতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। ১২ ফেব্রুয়ারি সকাল সকাল কেন্দ্রে চলে গিয়ে একটা একটা করে ধানের শীষে ভোট দিয়ে আসবেন।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার, সাধারণ সম্পাদক নাজমা পারভিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদসহ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
- পার্লার উদ্বোধনে গিয়ে বিতর্কে পরীমণি
- সৌদিতে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র্যাপার
- খুবই এক্সসাইটিং একটা জার্নি হবে: সাবিলা নূর
- বিপিএলে আসছেন ‘সিলেটের জামাই’ মঈন আলি
- আজ ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
- মির্জা ফখরুলের পক্ষে ভোট চাইলেন তাঁর স্ত্রী-মেয়ে
- মাথা গোঁজার ঠাঁই হলো বীরাঙ্গনা যোগমায়ার
- তাসমানিয়ার জঙ্গলে নিখোঁজ তরুণীর ফোন মিলল দুই বছর পর
- বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
- ভারতে কঠিন পরীক্ষায় হোয়াটসঅ্যাপ
- মেডিকেল ভর্তি পরীক্ষায় চমক দেখালেন ৬ কন্যা
- কিডনির রোগের আসল কারণ খুঁজে পেলেন গবেষকরা
- শীতে খসখসে ত্বক? ৩ উপাদানেই মিলবে সমাধান
- আজ মহান বিজয় দিবস
- দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’
- আজ মহান বিজয় দিবস
- আজ থেকে শুরু হচ্ছে নারী ক্রিকেট লিগ
- সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সরকার
- ‘হয়তো জানতেও পারবো না, মা কবে মারা গেছেন’
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় নাবিহা, তৃতীয় তাহমিদুল
- যুক্তরাষ্ট্রে অনিশ্চয়তায় টিকটকের বিনিয়োগকারীরা
- বিজয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত
- নির্বাচন সামনে রেখে চোরাগোপ্তা হামলার শঙ্কা
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই
- ‘শীত পালাবে তোমায় দেখে’ মিমের রূপে মুগ্ধ ভক্তরা
- মা-মেয়েকে হত্যায় ব্যবহৃত সেই ছুরিও ছিল চুরি করা
- দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’
- বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
- ওয়াংখেড়েতে এক ফ্রেমে ক্রিকেট ঈশ্বর ও ফুটবল জাদুকর











