বাল্যবিয়ে ঠেকিয়ে জিপিএ-৫ পাওয়া মাছুমার লড়াই শেষ হয়নি
কুড়িগ্রাম প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ৩ নভেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
মাছুমা আক্তার মীমের বাবা পেশায় দিনমজুর। তার পক্ষে মেয়ের পড়াশুনার খরচ চালিয়ে যাওয়া কঠিন। তাই প্রতিবেশীদের চাপে মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলেন মতিয়ার রহমান। কিন্তু মেধাবী মীমের ইচ্ছে পড়াশুনা চালিয়ে বিসিএস দিয়ে প্রশাসনিক ক্যাডার হওয়ার। তাই অনেক চেষ্টা করে তার বাল্যবিয়ে ঠেকিয়ে দেয়। সেই মাছুমা আক্তার মীম এবারের এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে সবাইকে চমকে দিয়েছেন। তবে এখনো লড়াই শেষ হয়নি তার।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার সোনাতলি এলাকার দিনমজুর পরিবারের মেয়ে মাছুমা আক্তার মীম। মীমের পড়াশোনা চালিয়ে যাওয়ার পথটা মসৃন নয়। বাবার দিমজুরের টাকায় চলে সংসার। ফলে দুই বোন, এক ভাইসহ ৫ জনের খাবার জোটাতে হিমশিম খেতে হয় তাদের।
মীমের পরিবারের কেউ এসএসসির গণ্ডি পেরোতে না পারলেও মীম এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে। দিনমজুর পরিবারে টানাটানির সংসারে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। তারপরও মেয়ের ইচ্ছা পূরণ করতে এনজিও থেকে ৩০ হাজার টাকার লোন নিয়ে রংপুরে ভার্সিটি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কোচিংয়ে ভর্তি করিয়েছে তার বাবা। তবে রংপুরে মেস ভাড়া, যাতায়াত ও তিনবেলা খাবারের টাকা জোগাড় করতে এখন হিমশিম খেতে হচ্ছে তার পরিবারকে।
মীমের মা আয়েশা খাতুন বলেন, মেয়েটা আমার অনেক কষ্ট করেছে। জুতা দিতে না পারায় শিক্ষকরা ক্লাসে ঢুকতে দেয়নি। ঋণ করে জুতো কিনে দিয়েছি। ড্রেস কিনে দিতেও কষ্ট হয়েছে, অনেক সময় যাতায়াতের টাকা দিতে পারিনি, মেয়ে ৩ কিলোমিটার পায়ে হেঁটে স্কুলে গেছে-আসছে। ভালোমন্দ কিছু খাওয়াতে পারিনি। তারপরও মেয়েটি ভালো রেজাল্ট করেছে। আমাদের গরিব ঘরে এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার! ওর স্বপ্ন যেন পূরণ হয় এই দোয়াই করি।
মীমের বাবা মতিয়ার রহমান বলেন, মেয়ে জিপিএ-৫ পাওয়ায় আমি ভীষণ খুশি। এখন রক্ত বিক্রি করে হলেও মেয়েকে পড়াব। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ভালো রেজাল্ট করে বিসিএস দিতে চায়। আমিও তাই চাই। এখন রংপুরে কোচিং করছে।
মীম বলেন, টেস্ট পরীক্ষা দেওয়ার পর আমার বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সবাই বলছিল মেয়ে ১৫/১৬ বয়স হয়েছে এখন বিয়ে দেওয়া দরকার। আমি খুব কান্নাকাটি করেছিলাম। মামাকে কেঁদে কেটে বলায়, মামা বাবাকে বুঝিয়ে বিয়ে আটকে দেয়। আমার বাবা বিয়ে দিতে রাজি ছিল। আমার কান্নাকাটি আর মামার অনুরোধের কারণে আমার বিয়েটা বন্ধ হয়ে যায়। এখন আমার পরিবার আমার পাশে আছে। তবে আর্থিক সমস্যার কারণে অনেক কষ্ট করে এই পথ পাড়ি দিতে হয়েছে। আমার প্রতিমাসে শুধু কোচিংয়ের ফি দিতে হয় ৪ হজার টাকা। মেস খরচসহ খাবারের খরচ আরও ৩ হাজার ৫০০ টাকা লাগে। এমনও হয় রংপুরে মেসে থাকাকালীন খাবারের টাকা দিতে না পারায় রোজা রাখতে হয়েছে। এমন কঠিন সংগ্রামের মধ্য দিয়ে পড়াশোনা কতদূর চালিয়ে যেতে পারব, সেটাই এখন চ্যালেঞ্জের।
প্রতিবেশী বদিয়ার রহমান বলেন, মিমের বাবা মিমের বিয়ে ঠিক করছিল। মিম রাজি না হওয়ায় তার বিয়েটা আর হয়নি। আমরা এলাকাবাসী মীম পরীক্ষায় ভালো ফলাফল করায় অনেক খুশি। আজ যদি মিমের বিয়ে হতো তাহলে মেয়েটা লেখাপড়া করতে পারতো না। আমরা দোয়া করি সে আরও ভালো করুক।
মীমের শিক্ষক ভূরুঙ্গামারী মহিলা কলেজের কৃষি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সফিয়ার রহমান বলেন, মীম গরিব ও মেধাবী শিক্ষার্থী। পরিবারে নাজুক অবস্থা। সরকারি বা বেসরকারিভাবে সহযোগিতা করা হলে মেয়েটি নির্বিঘ্নে পড়াশুনা চালিয়ে যেতে পারবে। তার সহযোগিতা দরকার।
উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও দীপ জন মিত্র বলেন, আমি আপনার কাছে শুনলাম। খোঁজ খবর নিয়ে তাকে আর্থিক সহয়তা করা হবে।
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- ‘শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির, আগে টাকা দিলেই কাজ হতো’
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- ৩ দিন চলবে না মোটরসাইকেল, একদিন মাইক্রো-ট্রাক
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- ১৭ বছর বড় বড় গল্প শুনেছি: তারেক রহমান
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা











