ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ৮:২৪:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তুমি আমাদের বুকের ভেতরে আছো: প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর সামরিক মর্যাদায় দাফন আজ

বিশ্বজুড়ে কমেছে মৃত্যু, হ্রাসের পরও শনাক্ত সাড়ে পাঁচ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪১ এএম, ১৭ জুন ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে গত একদিনে দৈনিক মৃত্যুর সংখ্যা কমে এসেছে। একইসঙ্গে কমেছে নতুন করে শনাক্ত রোগীর সংখ্যাও। গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১২শ’এর বেশি মানুষ। এই সময়ে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে পাঁচ লাখে।

শুক্রবার (১৭ জুন) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, গেলো একদিনে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৬২ জন, আগের দিনের তুলনায় যা কমেছে প্রায় শ’খানেক। এই নিয়ে করোনার শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছালো ৬৩ লাখ ৩৭ হাজার ৮৯৪ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬০ হাজার ৯০৪ জন, আগের দিনের তুলনায় যা কমেছে প্রায় ১৫ হাজারের মতো। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৪ কোটি ৩০ লাখ ২৯ হাজার ৭৬০ জনে।

বিগত একদিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে ইউরোপের দেশ জার্মানিতে। আর করোনায় দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, তাইওয়ান, কানাডা, রাশিয়া, ইতালি ও যুক্তরাজ্য।

গেলো ২৪ ঘণ্টায় আরা বিশ্বে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময়ে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ১৫১ জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত ইউরোপের দেশটিতে ২ কোটি ৭০ লাখ ৯৫ হাজার ৯৮৮ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪০ হাজার ২৯২ জন মারা গেছেন।

এদিকে গত একদিনে বিশ্বজুড়ে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। করোনা আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। গেলো দিনে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৯ জন এবং নতুন করে করপোনা শনাক্ত হয়েছে ৩২ হাজার ৯৩৪ জনের। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১৬ লাখ ৪৪ হাজার ৭০৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৮ হাজার ৮৯২ জনের।

গেলো ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২৩ জন এবং মারা গেছেন ১৭০ জন। মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৭৮ লাখ ৬১ হাজার ১৩২ জন এবং মারা গেছেন ১০ লাখ ৩৭ হাজার ৯২৮ জন।

গত একদিনে রাশিয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩২৬ জন। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৩ লাখ ৮৮ হাজার ৪২৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮০ হাজার ২৭০ জনের।

বিগত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫৩৮ জন এবং মারা গেছেন ৬১ জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৪৪৯ জন এবং মারা গেছেন ১ লাখ ৭৯ হাজার ৪৭২ জন।

গেলো একদিনে ইউরোপের আরেক দেশ ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৫৭৩ জন এবং মারা গেছেন ৬৪ জন। এই নিয়ে করোনার শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার ৭৬৪ জনের এবং মারা গেছেন ১ লাখ ৬৭ হাজার ৬১৭ জন।

গত ২৪ ঘন্টায় ফ্রান্সে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৮১ জন এবং মারা গেছেন ৪৯ জন। করোনার শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২৮ হাজার ৮৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৮ হাজার ৯৯৬ জন মারা গেছেন।

বিগত একদিনে এশিয়ার দেশ তাইওয়ানে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৩ হাজার ২২১ জন। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩১ লাখ ৩৫ হাজার ৫৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৭১৪ জনের।

গেলো একদিনে কানাডায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১১৫ জন এবং মারা গেছেন ১১৫ জন। অস্ট্রেলিয়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৩৪৮ জন এবং মারা গেছেন ৭২ জন। ফিনল্যান্ডে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৬৯ জন এবং মারা গেছেন ৫৭ জন। চিলিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯৭৫ জন এবং মারা গেছেন ৩৬ জন। জাপানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৫৫ জন এবং মারা গেছেন ২৮ জন।