ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১১:৫৯:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনের বাকি ৫৩ দিন, সামনের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ! ‘সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি’ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন

মাচাদোকে নোবেল দেওয়ায় ফৌজদারি অভিযোগ দায়ের অ্যাসাঞ্জের

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১০ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুইডেনে নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। অভিযোগ অনুযায়ী, মারিয়া কোরিনা মাচাদোকে শান্তিতে নোবেল দেওয়াটা ‘তহবিলের অপব্যবহার’ ও ‘যুদ্ধাপরাধে সহায়তা’র শামিল।

ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের স্বীকৃতি হিসেবে গত অক্টোবরে মাচাদোকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি দেশটির বিরোধী দলীয় নেত্রী। সম্প্রতি অ্যাসাঞ্জ তাঁর অভিযোগে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে মাচাদোর সমর্থনের কথা উল্লেখ করেছেন।

ভেনেজুয়েলার সঙ্গে টানাপোড়েনের মধ্যে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার উপকূলবর্তী জলসীমায় ব্যাপক আকারে নৌ ও বিমান বাহিনী মোতায়েন করেছে। ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে মাদক বহনের অভিযোগে হামলা চালিয়েছে ছোট ছোট নৌকায়। এতে এ পর্যন্ত প্রায় ১০০ জন নিহত হয়েছেন।

জুলিয়ান অ্যাসাঞ্জের ভাষ্য, মাচাদোর পুরস্কার পাওয়াটা আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালের উইল লঙ্ঘন করেছে। উইলে বলা হয়েছিল, শান্তি পুরস্কার দেওয়া হবে সেই ব্যক্তিকে, যিনি জাতিগুলোর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, স্থায়ীভাবে সেনাবাহিনী বিলোপ বা হ্রাসে এবং শান্তি সম্মেলন আয়োজন ও প্রসারে সর্বাধিক কাজ করেছেন।

অ্যাসাঞ্জ দাবি করেছেন, মাচাদোর জন্য ঘোষিত ১১ মিলিয়ন ক্রোনার (প্রায় ১.১৮ মিলিয়ন ডলার) পুরস্কারের অর্থ জব্দ করা হোক। উইকিলিকসের দাবি, এই অর্থ দাতব্যের বদলে আগ্রাসন, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধে সহায়তার কাজে ব্যবহারের ঝুঁকি আছে।

সুইডেনের পুলিশ অভিযোগটি গ্রহণের কথা নিশ্চিত করেছে। এটি অর্থনৈতিক অপরাধ কর্তৃপক্ষের কাছেও জমা দেওয়া হয়েছে। তবে সংস্থাটি জানিয়েছে এটি তাদের এখতিয়ারভুক্ত নয়। অ্যাসাঞ্জের অভিযোগ প্রসঙ্গে মন্তব্য জানতে নোবেল কমিটির সঙ্গে যোগাযোগ করেছে এএফপি।