ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১৩:০০:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বজ্রপাতে বসতঘরে আগুন, ঘুমের মধ্যে মা-ছেলের মৃত্যু এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ থেকে স্কুল কলেজ খোলা সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট ৬০ টাকার নিচে মিলছে না সবজি, মাছ-মাংসে আগুন আরও ২ দিন দাবদাহের পূর্বাভাস

মাথায় সিঁদুর দেওয়া নিয়ে যা বললেন নুসরাত

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৩ এএম, ৬ জুলাই ২০১৯ শনিবার

সম্প্রতি হিন্দু ছেলেকে বিয়ে করেন টালিউডের অভিনেত্রী নুসরাত জাহান। এরপর মাথায় সিঁদুর ও গলায় মঙ্গলসূত্র পরে জন্ম দেন বিতর্কের। এ ঘটনার পর তাকে নিয়ে ফতোয়াও জারি হয়।

কলকাতায় ইস্কনের রথে প্রধান অতিথি হিসেবে হাজির হয়েছিলেন নুসরাত। পরনে ছিল হলুদ, লাল শাড়ি। গলায় মঙ্গলসূত্র, মাথায় সিঁদুর ও হাতে শাখা পরে একেবারে নববধূর সাজে এসেছিলেন বসিরহাটের তৃণমূল সংসদ সদস্য।

ফতোয়া প্রসঙ্গে এদিন নুসরত বলেন, ‘এই ধরনের ভিত্তিহীন বিষয়ে মাথা ঘামাতে চাই না। আমার ধর্ম আমি জানি। জন্ম থেকে আমি মুসলিম। এখনও তাই। এটা বিশ্বাসের ব্যাপার। হৃদয় দিয়ে অনুভব করতে হবে। মাথা খাটালে চলবে না।’

সংসদে সিঁদুর ও মঙ্গলসূত্র পরায় নুসরতকে ফতোয়া দিয়েছিলেন উত্তরপ্রদেশের দেওবন্দের ইমাম মুফতি আসাদ ওয়াসমি। নুসরাত জবাব দিয়েছিলেন, ‘আমরা নতুন প্রগতিশীল ভারতে বাস করি, যেখানে সব ধর্ম ও সংস্কারকে শ্রদ্ধা করা হয়। ঈশ্বরের নামে ভেদাভেদ কেন? হ্যাঁ, আমি একজন মুসলিম। আমি ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের নাগরিক। আমার ধর্ম আমাকে মানুষের মধ্যে ভেদাভেদ করতে শেখায় না।’