ঢাকা, বুধবার ০১, মে ২০২৪ ২১:৫২:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা মদিনায় ভারি বৃষ্টিতে বন্যা, রেড অ্যালার্ট জারি দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু ভর্তি পরীক্ষায় ব্যর্থ, পদ্মায় ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা মহান মে দিবস আজ ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে জ্যোতি চুয়াডাঙ্গায় আজ ৪৩.৭ ডিগ্রি, ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ

মানুষের জন্য কিছু করতে বেশি ভাল লাগে : সেলিনা শিউলী

সেলিনা শিউলী | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:৫৯ এএম, ২৬ অক্টোবর ২০১৮ শুক্রবার

কেন এ পেশায় এলেন : মূলত নারীদের জন্য কিছু করার ইচ্ছে নিয়ে এসেছিলাম।

 

পেশা বদলের কোনো ইচ্ছে আছে : কোন ইচ্ছে নেই।


কি ভাবে এ পেশায় এলেন : মেয়েবেলা থেকেই স্বপ্ন দেখতাম সংবাদপাঠিকা হবো কিংবা সাংবাদিক হবো।


প্রিয় মানুষ : মা, বাবা।


প্রিয় বন্ধু : সোহেল হায়দার চৌধুরী, মাশকুরা তোয়া জুঁই, মাশকুরা জোয়া ত্বিষা।


প্রিয় লেখক : অনেক বড় তালিকা। রবীন্দ্রনাথ ঠাকুর, সমরেশ মজুমদার, বুদ্ধদেব গুহ, সুনীল, অরহান পামুক, কৃষ্ণা বসু।


প্রিয় সখ : গান শোনা, বই পড়া, রিকশা চড়া, মানুষের মুখ পড়া, বৃষ্টিতে ভেজা, আকাশের দিকে তাকিয়ে জোছনা খাওয়া।


প্রিয় খাবার : ঠিক জানিনা। যা খাই, তা উপভোগ করি।


প্রিয় উক্তি: God knows what is good for us. so we should simply pray be that what is good..Socrates.


প্রিয় গান: আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাচাঁলে মোরে’ এই রবীন্দ্র সংগীতটি।


প্রিয় গায়ক/গায়কা: ইন্দ্রাণী সেন, শ্রাবণী সেন, শাহানা বাজপেয়ী, পাপিয়া সারোয়ার ,ফরিদা পারভীন।

 

প্রিয় খেলা: ফুটবল।


প্রিয় খেলোয়াড়: মুন্না।


আপনি যার কাছে কৃতজ্ঞ: বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিয়ার রহমান।


খুব ভালো লাগে যা করতে : মানুষের জন্য কিছু করতে।


আপনার আদর্শ মানুষ : নেই


কার মত হতে চান : বলা মুস্কিল। তবে বহতা নদীর মতো হতে চাই।


অবসর কাটে কি ভাবে : লেখালেখি করি ও গবেষণার কাজ করি।


সুখের স্মৃতি : যেদিন নিজেকে তৈরি করবার প্লাটফর্ম পেয়েছিলাম।


যা ভুলতে পারেন না : মা ও বাবার চলে যাওয়া। নিয়ত বুকের ভিতর ক্ষরণ হয়।


অবসর জীবনে কি করবেন : সংসার থেকে বৈরাগ্য নেব। একা থাকবো, অথবা কোন আশ্রম এ গিয়ে ওখানকার মানুষের জন্য কাজ করবো।


ভবিষ্যৎ পরিকল্পনা : জানিনা। সময়ই বলে দেবে কি করবো।

 

৥ সেলিনা শিউলী, সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)