ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১৯:০২:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম ঈদযাত্রা: ৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

যেসব ফিচার নিয়ে এলো উইন্ডোজ ১১

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

অবশেষে বাজারে এলো উইন্ডোজ ১১। গত ৫ অক্টোবর মাইক্রোসফটের কম্পিউটার অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন উইন্ডোজ ১১ চালু করা হয়েছে। যারা উইন্ডোজ ১০ ব্যবহার করছেন, তারা বিনা মূল্যেই নতুন ভার্সনটিতে আপগ্রেড করতে পারবেন। নতুন নতুন সব ফিচার নিয়ে এখন গ্রাহকের কাছে উইন্ডোজ ১১।

মাইক্রোসফটের উইন্ডোজ প্রধান বলেন, ‘নতুন ভার্সনটি ব্যবহারকারীদের জন্য পরিচ্ছন্ন এবং সহজতর করে তৈরি করা হয়েছে। প্রযুক্তি সম্পর্কে সবচেয়ে কম জানা মানুষও নতুন এ সিস্টেম সহজেই আপগ্রেড করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘বিশেষজ্ঞ ব্যবহারকারীরা এরইমধ্যে উইন্ডোজ ইনসাইডার ট্রায়াল প্রোগ্রাম ব্যবহার করে নতুন অপারেটিং সিস্টেমটি পরীক্ষা করেছেন। এতে তারা কোনো সমস্যা দেখতে পাননি। সিস্টেমটি এখন আপগ্রেডের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’

উইন্ডোজ ১১-এর নকশায় সুনির্দিষ্ট পরিবর্তন আনা হয়েছে। টাস্কবারের একেবারে কেন্দ্রে ডিফল্ট আকারে থাকবে স্টার্ট মেন্যু। পাশাপাশি থাকবে অন্যান্য আইকন। স্টার্ট বাটনে ক্লিক করলে এটি বারবার ব্যবহৃত অ্যাপস সম্বলিত একটি মেন্যু সামনে নিয়ে আসবে। কিছু ক্ষেত্রে এটি স্মার্টফোনের অ্যাপ মেন্যু কিংবা লঞ্চারের মতো মনে হতে পারে।

উইন্ডোজ ১০-এর স্টার্ট মেন্যুতে যে ‘টাইলস’ আছে, নতুন অপারেটিং সিস্টেম থেকে সেটি বাদ দিয়েছে মাইক্রোসফট। মূলত উইন্ডোজ ৮-এ স্টার্ট মেন্যু থেকে এটি পুরোপুরি বাদ দেওয়া হয়েছিল। এর কারণে বহু ব্যবহারকারী সমস্যায় পড়েছিলেন। এবার আর এটিকে বাদ দেওয়া হয়নি।

তবে উইন্ডোজ ১১ তৈরির ক্ষেত্রে মানুষ কীভাবে কম্পিউটার ব্যবহার করে, সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। ব্যবহারকারীরা কোথায় ক্লিক করতে চান, কম্পিউটারের কোন অংশে তাদের নজর থাকে। তা এতদিন গবেষণার পর স্টার্ট বাটনের অবস্থান ঠিক করা হয়েছে। উইন্ডোজ ১১-এর ক্ষেত্রে স্টার্ট বাটন আছে স্ক্রিনের একেবারে মাঝখানে।