ঢাকা, বুধবার ১৭, এপ্রিল ২০২৪ ০:২৫:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে ফিরেছেন ২১ লাখেরও বেশি সিমধারী ভাসানটেকে আগুন: মায়ের পর মারা গেলেন মেয়েও ফরিদপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১ রাজধানীতে ফিরছে মানুষ লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু

যৌতুক না দেওয়া-নেওয়ার শর্তে বুটেক্সে চাকরি

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি পদে লোকবল নিয়োগ দেবে। তবে সংশ্লিষ্ট প্রার্থীদের নিয়োগ পাওয়ার পর নিজ কিংবা পরিবারের কোনো সদস্যের জন্য যৌতুক নেবেন না এবং দেবেন না মর্মে ‘অঙ্গীকারনামা’ দিতে হবে। আগ্রহীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: অধ্যাপক (ফেব্রিক)। পদের সংখ্যা: ১। বিভাগ: ফেব্রিক ইঞ্জিনিয়ারিং। বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

পদের নাম: প্রভাষক (কম্পিউটার/রসায়ন/ফলিত রসায়ন/পরিসংখ্যান)। পদের সংখ্যা: ৩। বিভাগ ও পদ-সংখ্যা: টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (১টি); ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (১টি) এবং গণিত ও পরিসংখ্যান (১টি)। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: সেকশন অফিসার। পদের সংখ্যা: ১। বিভাগ: প্রশাসনিক শাখা, রেজিস্ট্রার দপ্তর। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

আবেদন যেভাবে : আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস বা ওয়েবসাইট থেকে জীবন বৃত্তান্তের নির্ধারিত ফরমেট সংগ্রহ করতে হবে। এরপর পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি, শিক্ষক পদে শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। অধ্যাপক পদের জন্য সাত সেট এবং প্রভাষক ও সেকশন অফিসার পদের জন্য পাঁচ সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র দাখিল করতে হবে রেজিস্ট্রার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮- এই ঠিকানায়।


আবেদন ফি:  ১ নম্বর পদের জন্য ৭৫০ টাকা এবং ২ থেকে ৫ নম্বর পদের জন্য ৬০০ টাকা পাঠাতে হবে। কস্ট মেমোর মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়: ৫ মার্চ ২০২৩।