ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ১৮:৪৭:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপদ, শান্তিপূর্ণ দেশ গড়ার বার্তা তারেক রহমানের কোথায়, কোন কর্মসূচি গণভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাবে সরকার কারাবন্দিদের ভোট দেওয়ার নির্দেশিকা জারি ইসির পুলিশের খোয়া যাওয়া অস্ত্র অধরা নির্বাচন ঘিরে আতঙ্ক

যৌন নিপীড়নের বিরুদ্ধে কানিজের লড়াই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৫২ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার

রাজধানী ঢাকায় প্রায়ই ধর্ষণের ঘটনা ঘটছে। গণপরিবহনে নারীদের হেনস্তা ও যৌন নিপীড়নের ঘটনা বেড়ে গেছে। এ অবস্থার প্রতিবাদে কানিজ ফাতেমা নামে এক তরুণী একাই রাস্তায় নেমেছেন। শুক্রবার দুপুরে প্রখর রোদ মাথায় নিয়ে রাজধানীর শ্যামলীতে সড়কের আইল্যান্ডে পোস্টার হাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন তিনি। পোস্টারে যৌন নিপীড়নবিরোধী নানা বার্তা লেখা ছিল।


এর আগে গত ২ এপ্রিল ধর্ষণের প্রতিবাদ করতে রাজধানীর উত্তরায় একাই পথে নেমেছিলেন আফসানা কিশোয়ার লোচন নামে এক নারী।


কানিজ ফাতেমা পড়াশোনা করছেন সিটি কলেজে। তিনি পোস্টারে লিখেছেন, ‘এই অসুস্থ সমাজটাকে সুস্থ করার দায়িত্ব আমাদের সবার। এগিয়ে আসুন, যেন নিরাপদ থাকে প্রত্যেকটি ঘরের নারী। দিনশেষে যেন কোনো মেয়েকে হতে না হয় ‘ধর্ষিতা’। বন্ধ হোক গণপরিবহনে যৌন হয়রানি, হেল্পলাইন ৯৯৯।


কানিজ ফাতেমা জানান, ‘মানুষের সচেতনতা বাড়াতেই রাস্তায় নেমেছি। আজকেই প্রথম প্রতিবাদ করছি এমন নয়। যখনই সুযোগ হয় তখনই রাস্তায়, বাসে পোস্টার নিয়ে দাঁড়াই। যাতে মানুষ এসব নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেন।

তিনি আরো বলেন, আজকে মালিবাগ থেকে সাভার যাচ্ছি, পথে আসাদগেটে দাঁড়িয়েছিলাম। এখন শ্যামলীতে দাঁড়ালাম। বাসের ভেতরেও কিছু সময় দাঁড়িয়েছিলাম। অনেকেই এর প্রশংসা করেছেন। কেউ কেউ আবার বিদ্রুপের চোখে দেখছেন। কেউবা প্রশ্ন করছেন, আমি যৌন নিপীড়নের কী বুঝি? আবার কেউ বলছেন সব পোশাকের দোষ।