ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ২২:৪২:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে চলছে পাঠদানের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৬ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব ও সমন্বয়কারী ট্রাস্টি রবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভা

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব ও সমন্বয়কারী ট্রাস্টি রবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভা

বৈশিষ্ট্যের দিক থেকে এই বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ স্বতন্ত্র। সমাজ-সংস্কার, শিক্ষাচিন্তা, ব্যবস্থাপনা-ভাবনা, সংস্কৃতিচর্চা ও নানা উদ্ভাবনী কর্মকাণ্ডে নোবেলবিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবনদৃষ্টি ও কর্মপদ্ধতি তারই আলোকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্য পরিচালনা করা হবে।

ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়টিতে থাকছে তিনটি অনুষদ। পরিবেশনকলা অনুষদের অধীন সংগীত ও নাট্যকলা।  নকশা এবং উদ্ভাবন অনুষদের অধীনে ফ্যাশন ডিজাইন। ব্যবসাবিদ্যা অনুষদের অধীনে ব্যবসায় প্রশাসন (প্রোগ্রামসমূহ: ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স, হিসাববিজ্ঞান)। সবগুলো বিষয়য়ে চার বছর মেয়াদী। 

শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব ও সমন্বয়কারী ট্রাস্টি রবিন খানের সভাপতিত্বে এক সমন্বয় সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ ও রেজিস্ট্রার মো. আলতাফ হোসেন এই সভায় উপস্থিত ছিলেন। 
রবিন খান বলেন, ‘রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকার্য এমনভাবে পরিচালিত হবে যাতে শিক্ষার্থীগণ পরস্পরের সংযোগের মাধ্যমে নিজ নিজ শিল্পের কর্মবাস্তবতায় উপযোগিতার প্রসার ঘটাতে পারে।’

শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেন, ‘রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় গতানুগতিকতার বাইরে গিয়ে, বিদ্বান ব্যক্তিদের অঙ্গীকার ও গভীর অভিনিবেশের মাধ্যমে পাঠক্রম সাজিয়ে শিক্ষাদানের চেষ্টা করবে।’