ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ১৭:০৩:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপদ, শান্তিপূর্ণ দেশ গড়ার বার্তা তারেক রহমানের কোথায়, কোন কর্মসূচি গণভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাবে সরকার কারাবন্দিদের ভোট দেওয়ার নির্দেশিকা জারি ইসির পুলিশের খোয়া যাওয়া অস্ত্র অধরা নির্বাচন ঘিরে আতঙ্ক

রাজধানীতে কালবৈশাখীসহ ঝুম বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৫৫ পিএম, ১১ মে ২০১৮ শুক্রবার

গত দুদিনের অপেক্ষার পর আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে হঠাৎ কালবৈশাখী এবং সঙ্গে বৃষ্টি শুরু হয়। হঠাৎ করেই নেমে আসে রাতের আঁধার। অন্ধকার ছেয়ে যায় চারদিক।

 

রাতের বেলঅ বৃষ্টি হলেও গত কয়েকদিন রাজধানীতে দিনে বৃষ্টি চিরৈা না। তাই হঠাৎ এই বৃষ্টিতে ভ্যাপসা গরমের ভাবটি কেটে গিয়ে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে নগর জীবনে।

 


আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল। তবে বেলা যখন বাড়ছিল, তখন রোদও হেসে উঠেছিল। এরপর আচমকা আকাশ কালো হয়ে কালবৈশাখীর সঙ্গে নেমে আসে প্রবল বৃষ্টি। বেলা ১১টার দিকে দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাতও ছিল। প্রবল বর্ষণ আর মেঘের গুড়ুম গুড়ুম শব্দে বার বার কেঁপে ওঠে রাজধানীর আকাশ।


এভাবে ঝড় ও বৃষ্টিতে রাজধানীতে ভোগান্তি দেখা দেয়। ঝুম বৃষ্টিতে ভিজে যান পথচারীরা। বৃষ্টি থেকে বাঁচতে যাত্রীছাউনি ও দোকানের নিচে আশ্রয় খোঁজেন তারা। রাস্তা ফাঁকা করে যে যেখানে পেরেছেন, মাথা গুঁজেছেন।

 

উথার-পাতাল গাছগুলোর কোনো কোনোটি হাওয়ার দাপট সইতে না পেরে আছড়ে পড়ে রাস্তায়। বৃষ্টির কারণে কোনো কোনো রাস্তায় পানি জমে চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে। লেগে যায় যানজট।


এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঝড়ের দাপট সকালে এক দফা বয়ে গেলেও তা শেষ হবে না। আজ সারা দিনে ফিরে আসতে পারে কালবৈশাখী।

 

তাদের মতে, দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, খুলনা, বরিশাল,ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।  আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।  ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩২ মিনিটে আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৮ মিনিটে।


আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৭২ ঘন্টায় অর্থাৎ আগামী ৩ দিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে ।