ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ২১:২৮:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

রাজধানীতে পৃথক ছুরিকাঘাতে নারীসহ ৪ জন আহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এবং ভাষানটেক এলাকায় পৃথক ছুরিকাঘাতে এক নারীসহ চারজন আহত হয়েছেন। তারা হলেন- শফিকুল ইসলাম ও তার ছোট ভাই জাকির হোসেন এবং সিএনজি চালক আঙ্গুর ও তার স্ত্রী শারমিন আক্তার।

সোমবার রাত নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে এসব ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এসব ঘটনায় আট থেকে নয়জনকে আটক করেছে পুলিশ। তবে এখনও কোনো মামলা হয়নি।

দুটি ছুরিকাঘাতের একটি ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুরে। সেখানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন ইন্টারনেট ব্যবসায়ী শফিকুল ইসলাম ও তার ছোট ভাই জাকির হোসেন।

আহত শফিকুল ও তার ছোট ভাই জাকির মোহাম্মদপুরের বসিলা স্বপ্নধারা হাউজিংয়ে বসবাস করতেন।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সজিব বলেন, রাতে মারামারির খবর পেয়ে আমরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে সেটা এখনও জানতে পারিনি। আমরা এ ঘটনায় পাঁচ থেকে ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় কোন মামলা করা হয়নি।

অপরদিকে রাজধানীর ভাষানটেক এলাকায় পাওনা টাকা আনতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন সিএনজি চালক আঙ্গুর ও তার স্ত্রী শারমিন আক্তার। আহত আঙ্গুর তার স্ত্রীকে নিয়ে ভাষানটেকের বিআরবি এলাকায় থাকতেন।

আহত আঙ্গুরের ছোট ভাই আবুল বাশার বলেন, আমার ভাই ও ভাবি গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে তার খালা শ্বাশুড়ির টেকপাড়ার বাসায় কিস্তির টাকা আনতে যান। পরে বাকবিতণ্ডার এক পর্যায়ে খালা শাশুড়ির ছেলেরা তাদের ছুরিকাঘাত করে। এতে আঙ্গুরের পিঠে ও পেটে এবং শারমিনের কপালে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হয়। খবর পেয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ভাষানটেক থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা তিনজনকে আটক করে থানায় এনেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

-জেডসি