ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১৯:১০:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে আজ শুরু উইম্যান এসএমই এক্সপো হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি

রাশিয়া: ইউলিয়া নাভালনায়া এবং তার নতুন পরিচয়

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ এএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার

রাশিয়া: ইউলিয়া নাভালনায়া এবং তার নতুন পরিচয়

রাশিয়া: ইউলিয়া নাভালনায়া এবং তার নতুন পরিচয়

এতদিন আলেক্সি নাভালনিকে রক্ষার জন্য কী না করেছেন তিনি! রাশিয়ায় ফেরার পর গ্রেপ্তার করা হয়েছে নাভালনিকে৷ স্বামী কারারুদ্ধ, তাই নতুন পরিচয়ে উঠে আসছেন ইউলিয়া নাভালনায়া৷

ইউলিয়া নাভালনায়া আসলে কে : তিনি যে রাশিয়ার বিরোধী দলীয় নেতা, ভ্লাদিমির পুটিনের সমালোচক আলেক্সি নাভালনির স্ত্রী তা কে না জানে!নাভালনিকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার আগেও বহুবার সঙ্গে দেখা গেছে তাকে৷ তবে নাভালনি কোমায় চলে যাবার পর তাকে রাশিয়ার হাসপাতালে নেয়া, সেখানর থেকে জার্মানিতে নিয়ে আসা এবং সুস্থ হয়ে যাবার পর আবার স্বস্বামী দেশে ফেরার সময়টায় বলতে গেলে নিয়মতিই খবরে ছিলেন তিনি৷

নাভালনির মুখপাত্র : নাভালনি তখন বার্লিনের চারিটে হাসপাতালে৷প্রতিদিন দেশি-বিদেশি শত সাংবাদিকের ভিড় সেখানে৷ সবার প্রশ্ন- কেমন আছেন তিনি?জ্ঞান ফিরেছে? কবে ছাড়া পাবেন? প্রতিদিন এসব প্রশ্নের উত্তর দিতেন ইউলিয়া নাভালনায়া৷স্বামী মৃত্যুশয্যায়৷ আবেগ গোপন করতে সবসময় চোখে রাখতেন কালো চশমা আর কণ্ঠে দুঃসময়কে জয় করার অবিচল দৃঢ়তা৷

‘তুমি আমায় বাঁচালে’ : কোমা থেকে জীবনে ফেরার পর ইন্সটাগ্রামে ঠিক এই কথাটাই লিখেছিলেন আলেক্সি নাভালনি৷ ‘ইউলিয়া, তুমি আমায় বাঁচালে’ কথাটা ছিল ইউলিয়ার ২০ তম বিবাহবার্ষিকীর সেরা এবং একমাত্র উপহার৷

আবার সেই ইউলিয়া : নাভালনি কোমায় যাবার পর থেকে বার্লিনের হাসপাতাল ছাড়া পর্যন্ত চরম বিপদেও অবিচল থেকেছেন ইউলিয়া৷ অর্থনীতিতে স্নাতকোত্তর করা ইউলিয়াকে সেই রূপেই দেখা গেল গত ১৭ জানুয়ারি৷ স্বামীর গালে চুমু দিয়ে তাকে রুশ পুলিশের সঙ্গে কারাগারে পাঠানোর পর ৪৪ বছর বয়সি ইউলিয়া বলেছেন, ‘‘আলেক্সি আর আমি ভয় পাইনি৷ আপনারাও ভয় পাবেন না৷’’ মস্কোর শেরেমেতেভো বিমানবন্দরে উপস্থিত সমর্থকরা তখন, ‘ইউলিয়া, ইউলিয়া’ বলে চিৎকার করছিল৷

সৌভাগ্যবান নাভালনি : নাভালনিকে রক্ষায় সাহসি ভূমিকার জন্য ইউলিয়া নাভালনায়াকে ২০২০ সালের ‘অন্যতম সেরা অবিসংবাদিত নায়ক’-এর স্বীকৃতি দিয়েছে রাশিয়া নোভায়া গাজেত্তা পত্রিকা৷তারা মনে করে, নাভালনির ভাগ্য ভালো যে এমন একটি স্ত্রী পেয়েছে৷

ইউলিয়ার নতুন পরিচয় : রাজনৈতিক বিশ্লেষক কন্সটানটিন কালাচেভ মনে করেন, ‘‘আলেক্সি যেহেতু গ্রেপ্তার, এখন স্বাধীনভাবে কাজ করতে হবে৷’’ তার মতে, অনেকের কাছে এখন ইউলিয়ার গ্রহণযোগ্যতা নাভালনির চেয়েও বেশি৷তিনি মনে করেন, পুটিনের বিরুদ্ধে একই লোক দেখতে দেখতে মানুষ খুব বিরক্ত৷ সেই একঘেয়েমি শেষ করে ইউলিয়ার সামনে পুটিনবিরোধী নতুন নেতা হয়ে ওঠার সম্ভাবনা আছে বলেও তিনি মনে করেন৷