রোজিনা ইসলামের শারীরিক অবস্থা স্থিতিশীল: চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ২৪ মে ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
কারাগার থেকে মুক্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়ে হাসপাতালের ইন্টার্নাল মেডিসিন ও আইসিইউ (নিবিড় পরিচর্যা) ইউনিটের কনসালটেন্ট ডা. রায়হান রাব্বানী বলেছেন, তবে তিনি কিছুটা উদ্বিগ্ন, দুর্বলও বোধ করছেন। তাকে এখন এমআরআই, সিটিস্ক্যানসহ কয়েকটি পরীক্ষা দেয়া হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে সার্বিক অবস্থা বলা যাবে।
সোমবার (২৪ মে) বেলা ১১টায় রোজিনা ইসলামের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি এ তথ্য জানান।
রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু বলেন, গতকাল রোজিনা আইসোলেশনে ছিলেন। আজ থেকে চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন রোজিনার ডায়াবেটিস একটু বেড়েছে, তবে হাইপারটেনশনসহ অন্যান্য জটিলতাগুলো স্থিতিশীল রয়েছে। অল্প করে আমার সাথে কথা বলছে, তবে বুঝতে পেরেছি যে তার কথা বলতে কষ্ট হচ্ছে।
এর আগে গতকাল (২৩ মে) রাতে মনিরুল ইসলাম মিঠু বলেছিলেন, করোনার টিকা নেওয়ার পর রোজিনা কোনো বিশ্রাম নিতে পারেননি। তার কিছু শারীরিক সমস্যা রয়েছে। যার মধ্যে থাইরয়েড, হাইপারটেনশন, ডায়াবেটিস, অ্যাসিডিটি ও গাইনোকোলজিক্যাল সমস্যা অন্যতম। এসব রোগের কারণে তাকে আমরা চেকআপ করাতে স্কয়ার হাসপাতালে এনেছি।
তিনি বলেন, রোজিনার প্রাথমিক চেকআপ করবেন চিকিৎসকরা। এরপর তাকে আইসোলেশনে রেখে কোভিড টেস্ট করানো হবে। কোভিড টেস্টে নেগেটিভ এলে তাকে সাধারণ ওয়ার্ডে নিয়ে এসব রোগের চিকিৎসা শুরু হবে।
হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, সাংবাদিক রোজিনা ইসলামের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি ইন্টার্নাল মেডিসিন এবং নিবিড় পরিচর্যা ইউনিটের কনসালটেন্ট ডা. রায়হান রাব্বানীর অধীনে চিকিৎসাধীন। প্রয়োজনীয় পরীক্ষার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।
প্রসঙ্গত, গত সোমবার (১৭ মে) পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও নির্যাতন করা হয়। রাত সাড়ে আটটার দিকে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। ওই রাতেই তার বিরুদ্ধে শাহবাগ থানায় দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়।
ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (১৮ মে) রোজিনা ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ তাকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত রিমান্ডের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তার জামিন আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য বৃহস্পতিবার (২০ মে) দিন রাখেন। এই আদেশের পর রোজিনা ইসলামকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার শুনানি শেষে আবেদনের জন্য রোববার (২৩ মে) দিন ধার্য করেছিলেন আদালত।
রোববার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত হন সাংবাদিক রোজিনা ইসলাম। এরপর সন্ধ্যায় তাকে হুইল চেয়ারে বসিয়ে স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
-জেডসি
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- ‘শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির, আগে টাকা দিলেই কাজ হতো’
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- ৩ দিন চলবে না মোটরসাইকেল, একদিন মাইক্রো-ট্রাক
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- ১৭ বছর বড় বড় গল্প শুনেছি: তারেক রহমান
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি

