ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ১৩:৪৭:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘পদ্মশ্রী’ গ্রহণ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা কাতার-বাংলাদেশ ১০ চুক্তি-সমঝোতা সই কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান ঢাকা থেকে প্রধান ১৫টি রুটে ট্রেনের ভাড়া যত বাড়ল মাকে অভিভাবকের স্বীকৃতি দিয়ে নীতিমালা করতে হাইকোর্টের রুল আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা নতুন করে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

শিশু-কিশোরদের জন্য রকমারি বই নিয়ে মেলায় ‘কিন্ডারবুকস’

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২২ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রথমবারের মতো অংশ নিচ্ছে নতুনধারার প্রকাশনা ‘কিন্ডারবুকস’। শিশু-কিশোরদের জন্য নানান স্বাদের বই নিয়ে মেলায় হাজির হয়েছে প্রকাশনা সংস্থাটি। ছড়া, গল্প, লোককাহিনি আর কিশোর উপন্যাসসহ শিশুদের জন্য অর্ধ শতাধিক রঙিন বই প্রকাশ করবে ‘কিন্ডারবুকস’।

প্রকাশনা প্রতিষ্ঠানটির ব্যানারে বইমেলায় প্রকাশিত হচ্ছে ছড়াকার লুৎফর রহমান রিটনের ছড়ার বই ‘ফেল্টুস, চড় খাবি?’, সাহিত্যিক কমলেশ রায়ের সাইন্স ফিকশন ‘অসীম আলো’, কথাসাহিত্যিক মোস্তফা মামুনের কিশোর উপন্যাস ‘ভুতুড়ে পার্ক’, আহমেদ রিয়াজের ছোটদের ভূতের গল্প ‘পাঁচহাতি ভূত’ ও কার্টুনিস্ট আহসান হাবীবের ‘ছোটদের ইলাস্ট্রেটেড বুক’সহ দারুণ সব বই। 


‘কিন্ডারবুকস’-এর প্রকাশক মাহমুদুল হাসান জানান, শিশুর মানসিক বিকাশের কথা বিবেচনা করে তারা বাছাই করে বই প্রকাশ করছেন। সীমাবদ্ধতা অতিক্রম করে ও প্রতিবন্ধকতা জয় করে কীভাবে শিশুদের বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে পরিকল্পনা নিয়ে তারা বড় পরিসরে প্রকল্পটি হাতে নিয়েছেন।

তিনি আরও জানান, কার্টুনিস্ট আহসান হাবীবের ‘ছোটদের ইলাস্ট্রেটেড বুক’ নামে একটি মজার বই প্রকাশ করতে যাচ্ছেন। বইটি শিশু-কিশোররা দারুণ পছন্দ করবে বলে বিশ্বাস। কনটেন্টের সঙ্গে বই ও কাগজের মানও বজায় রাখার চেষ্টা করা হয়েছে। অনেক অভিভাবক সন্তানের হাতে তুলে দিতে চান তাদের শৈশবের প্রিয় বইগুলো। তাদের কথা ভেবে ‘চিরায়ত গল্প সিরিজ’ নামে একটি সিরিজ শুরু করেছেন। এতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুয়োরানীর সাধ’, ‘কাবুলিওয়ালা’, সৈয়দ মুজতবা আলীর ‘তোতাকাহিনী’সহ বিভিন্ন বইয়ের সহজবোধ্য সংস্করণ প্রকাশ করেছেন। এই বইগুলো সম্পূর্ণ ইলাস্ট্রেটেড ও রঙিন।

উল্লেখ্য, অমর একুশে বইমেলা ২০২৩-এ কিন্ডারবুকসের স্টল নম্বর ৭১৯।