ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ২০:৩০:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

`শিশুসাহিত্য সারথি`র ৩য় বর্ষ উপলক্ষে জমজমাট আনন্দ আড্ডা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০২ পিএম, ১২ ডিসেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

শিশুসাহিত্যের উৎকর্ষধর্মী ত্রৈমাসিক সাময়িকী 'শিশুসাহিত্য সারথি'র ৩য় বর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তি সংখ্যার পাঠ উম্মোচন উপলক্ষে এক জমজমাট আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় পুরানা পল্টনস্থ 'আদিগন্ত প্রকাশন' এর বইঘরে মুক্তিযুদ্ধের গবেষক ও শিশুসাহিত্যিক সিরু বাঙালির সভাপতিত্ব করেন। শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় প্রধান আড্ডারু ছিলেন আন্তর্জাতিক মানসম্পন্ন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম। 

বাংলাদেশ শিশু একাডেমির সাবেক পরিচালক ও শিশুসাহিত্যিক আনজীর লিটন ও বিজ্ঞান লেখক অপরেশ বন্দোপাধ্যায়'কে বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় ফুল দিয়ে বিশেষ সম্মান জানানো হয়। 

আড্ডার সূচনা বক্তব্য রাখেন, শিশু সাহিত্য সারথি’র সম্পাদক ও শিশুসাহিত্যের গবেষক সুজন বড়ুয়া। আড্ডায় অংশ নেন, স্বনামধন্য শিশুসাহিত্যিক রহীম শাহ, লোকসাহিত্য গবেষক ও শিশুসাহিত্যিক ড.তপন বাগচী, কবি ফরিদুজ্জামান, কবি ইউসুফ রেজা, শিশুসাহিত্যিক হাসনাত আমজাদ, মালেক মাহমুদ, সারথি'র শিল্প সম্পাদক মোমিন উদ্দীন খালেদ, অনুবাদ সাহিত্যিক দেবাষিশ দেব, বিমল সাহা, তরুণ শিশুসাহিত্যিক ইমরান পরশ, অমিত কুমার কুন্ডু, রশীদ এনাম, হাবিব ও মফিজুর রহমান প্রমুখ। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন শিশুসাহিত্য সারথি’র প্রকাশক ও শিশুসাহিত্যিক মোশতাক।