ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ৯:৪৫:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নিভেছে

সাভার থেকে অপহৃত শিশু রংপুরে উদ্ধার, দম্পতি আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২০ শনিবার

সাভার থেকে অপহৃত শিশু রংপুরে উদ্ধার

সাভার থেকে অপহৃত শিশু রংপুরে উদ্ধার

সাভার থেকে অপহরণের পাঁচ দিন পর আড়াই বছরের এক শিশুকে রংপুরে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক দম্পতিকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া শিশু আমেনা আক্তার সাভারের পশ্চিম ব্যাংকটাউন বাড়ইগ্রাম এলাকার পোশাক শ্রমিক আসাদুল হকের মেয়ে। আটকরা হলেন বগুড়ার শিবগঞ্জ থানার শোলাগাড়ি গ্রামের আশরাফুল ইসলাম ও তার স্ত্রী শামছুন নাহার।

অপহৃত শিশুটিকে আজ শনিবার ভোরে সাভার মডেল থানায় এনে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম জানান, ১৪ সেপ্টেম্বর প্রতিবেশী দম্পতি শামছুন নাহার ও আশরাফুল ইসলাম শিশু আমেনাকে চকলেট দেয়ার কথা বলে অপহরণ করেন। পরে তারা শিশুটির পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকার দাবি জানান।

শিশুটির বাবা আসাদুল প্রাথমিকভাবে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠান। পরে অপহরণকারীরা তার মেয়েকে মারধর করে কান্নার আওয়াজ ইমোর মাধ্যমে পাঠালে তিনি সাভার মডেল থানায় অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেন।

ওসি জানান, শিশুটিকে উদ্ধার করতে পাঁচ দিন ধরে রংপুর জেলায় অবস্থান নেন সাভার মডেল থানা পুলিশের একটি দল। অপহরণকারীরা ঘন ঘন স্থান পরিবর্তন করায় শিশুটিকে উদ্ধার করতে পুলিশের একটু বেগ পেতে হয়। পরে শুক্রবার বিকালে ওই শিশুকে রংপুর কোতোয়ালি থানা এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। পরে রাতেই অপহরণকারী দম্পতি শামছুন নাহার ও আশরাফুল ইসলামকে বগুড়ার শিবগঞ্জ এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়।
সূত্র : ইউএনবি