ঢাকা, শুক্রবার ৩০, জানুয়ারি ২০২৬ ৫:৩৭:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

সাহিত্যিক নবনীতা দেবসেন আর নেই

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২০ পিএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কোলকাতার বাঙ্গালি সাহিত্যিক নবনীতা দেবসেন মারা গেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কোলকাতার হিন্দুস্তান রোডের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

কবি, সাহিত্যিক, লেখক, প্রাবন্ধিক নবনীতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসছে দুই বাংলার সাহিত্য ও সংস্কৃতি জগৎ।

দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন নবনীতা। অসুস্থ অবস্থায় নিয়মিত লেখালেখি করেছেন তিনি।

পারিবারিক বরাদ দিয়ে কোলকাতার মিডিয়া বলছে, আজ রাতে বাড়িতেই থাকবে এই লেখকের মরদেহ। আগামিকাল শুক্রবার শেষকৃত্য করা হবে।

পদ্মশ্রী, সাহিত্য অ্যাকাডেমিসহ বহু গুরুত্বপূর্ণ পুরস্কারজয়ী নবনীতার জন্ম কলকাতায়। তিনি রাধারানি দেবী ও নরেন্দ্রনাথ দেবের কন্যা। বাবা ও মা দু’জনেই কবি। নবনীতাও আজীবন কাব্যচর্চা করে গেছেন।

কবিতা ও গদ্য, উভয়ক্ষেত্রেই তিনি বিশেষভাবে দক্ষ। এ ছাড়া ভ্রমণকাহিনি রচনাতেও তার ব্যাপক দক্ষতা রয়েছে। তিনি দীর্ঘ দিন ‘রামকথা’  নিয়ে কাজ করছেন। সীতার দৃষ্টিভঙ্গি থেকে তিনি রামকথার বিশ্লেষণ করেছেন। ‘চন্দ্রাবতী রামায়ণ’ তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।

তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে তার বিয়ে হয়েছিল ১৯৫৯ সালে। তাদের দুই মেয়ে অন্তরা দেবসেন এবং নন্দনা সেন। ১৯৭৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

তারপর উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যান নবনিতা। শিক্ষাবিদ নবনীতা অধ্যাপনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে।

তিনি আমেরিকার কলোরাডো কলেজের তুলনামূলক সাহিত্যে মেট্যাগ প্রফেসর ছিলেন। এ ছাড়া তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রাধাকৃষ্ণাণ স্মারক লেকচারার ছিলেন।