ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ১৪:৪৮:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কুড়িগ্রামে তাপদাহ: বৃষ্টির জন্য নামাজ আদায় থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ‘পদ্মশ্রী’ গ্রহণ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা কাতার-বাংলাদেশ ১০ চুক্তি-সমঝোতা সই কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান

স্বাধীনতার ৫০ বছরেও নারীরা নিরাপদ নয়: বিএনপি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৮ মার্চ ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশবাসীকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে এসেও আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি না। আমাদের মা-বোনরা স্বাধীনভাবে নিরাপদে চলতে পারছে না।

সোমবার সকালে নয়াপল্টন থেকে নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের র‌্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

নারীদের জন্য বিএনপি সরকারের সময়ের নানা উদ্যোগের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা অধিদপ্তর বেগম খালেদা জিয়ার সরকারের সময় করা। কিন্তু দুঃখের বিষয় যারা নারী অধিকারের জন্য বেশি কাজ করেন তাদের বেশি অবহেলা করা হচ্ছে।

দেশে গণতান্ত্রিক সরকার থাকলে নারীরা নিরাপদে স্বাধীনভাবে চলতে পারবে এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই ভয়াবহ দানবকে সরাতে কাজ করতে হবে।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা র‌্যালিতে অংশ নেন।

-জেডসি