ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ৩:৩০:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ ইরানের পরিস্থিতি খারাপ হলে কঠোর হবে তুরস্ক

৮০ শতাংশ প্রজেক্টে কোনো সমীক্ষা নেই: শারমীন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৮ পিএম, ৩ জানুয়ারি ২০২৬ শনিবার

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বিদেশি প্রজেক্ট ছাড়া ৮০ শতাংশ প্রজেক্টে কোনো সমীক্ষা নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি বলেন, আমাদের বড় বড় প্রকল্পগুলো চলছে। দেড় বছর আগে আমি সব প্রকল্পগুলোর সমীক্ষা চেয়েছিলাম। এটা এখনও পাইনি, আমাদের বড় প্রজেক্টে কোনো সমীক্ষা নেই। অতি তাড়াতাড়ি প্রজেক্ট করতে গেলে কীভাবে এটার ফিজিবিলিটি পাবেন। তবে বিদেশি প্রকল্পগুলোতে মনিটরিং পেলাম এগুলোর ফিজিবিলিটি পেলাম। বাকিগুলো এখনো পাইনি।

আজ শনিবার আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে ‘জাতীয় সমাজসেবা দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে ‌‘আত্ম-অনুসন্ধান’ ও ‘নবীন-প্রবীণ কথোপকথন’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, আমরা একটা বিশাল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছি, এত বড় ত্যাগ স্বীকার করলো যারা, আমাদের কাজ হচ্ছে তাদের বঞ্চিত না করা, আগামীতে চাকরির প্রতিযোগিতায় সবাই যেন সমান সুযোগ থাকে সেটা নিশ্চিত করা। আমরা মেধার মাধ্যমে সেটা করতে চাই।

তিনি বলেন, আমাদের মৌলিক জায়গায় ঘাটতি আছে, সিস্টেমের সমস্যা আছে, যেভাবে দেশ চলেছে ৫৪ বছর, এভাবে চলতে পারে না, আমরা শূন্য ভান্ডার পেয়েছি। তবে আমাদের সব ক্ষেত্রে পলিসি পরিবর্তন করতে হবে।

শারমীন এস মুরশিদ বলেন, আপনারা যে কাজই হাতে নেবেন সবচাইতে আগে আপনার সমীক্ষা লাগবে এবং আপনার মনিটরিং সিস্টেম লাগবে। আপনার যদি মনিটরিং সিস্টেম না থাকে তাহলে আপনি অন্ধের মতো কাজ করে যাবেন কোনো ফল আসবে না। একটা সেন্ট্রাল মনিটরিং সিস্টেম যেখানে দায়বদ্ধতা জবাবদিহিতা আমাদের সিস্টেমের ভেতরেই থাকবে।

নির্মাণের মান নিয়েও উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, নতুন স্থাপনা নির্মাণের কয়েক মাসের মধ্যেই কোথাও কোথাও ফাটল দেখা গেছে। ভবিষ্যতে সব নির্মাণ চুক্তিতে ১০ বছরের স্ট্রাকচারাল দায়বদ্ধতা যুক্ত করা হবে, যাতে ত্রুটি ধরা পড়লে ঠিকাদার নিজ খরচে সংস্কার করতে বাধ্য থাকে।