আমাদের বাড়ি
ফেরদৌস আরা রুমী | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৪ পিএম, ১৫ মার্চ ২০২৩ বুধবার

ফেরদৌস আরা রুমী
আমাদের বাড়িটা ছিল একটা মায়াবতী কিশোরী যেন
খলবলিয়ে হাসতো সারাক্ষণ
পাখ-পাখালী আর গাছ পাতারা পাখনা মেলে থাকতো ছোট্ট উঠানটায়
আমাদের সময় দেখার ঘড়ি ছিল উঠানটা
তখন কি আর অত ঘড়ি পরার চল ছিল!
উঠানের নানা স্থানে অদৃশ্য দাগ টানা ছিল আমাদের
রোদ কোন দাগটায় এলে স্কুলে যাওয়ার সময়
কোন দাগটায় এলে ভাতঘুম
কোন দাগটায় এলে খেলতে নামতে হয়
সব বলে দিত আমাদের উঠান ঘড়ি।
যেই ফলটা খেতে দারুণ মিষ্টি লাগতো
আম্মা অমনি তার বীজ পুঁতে দিতো উঠানের কোণে
অথচ বেলীর মিষ্টি গন্ধে সাপ আসতো বলে
আব্বাকে দিয়ে পুরো ঝোঁপটা উপড়ে দিলো একবারে।
রোদে-ঝড়ে-বৃষ্টিতে আমরা সাঁতার কাটতাম উঠানটায়
একবার ঠিক একঘন্টা কেঁদেছিলাম
সমস্ত ধুলো গায়ে মেখে
কেন ভাইজান আমার ঈদের জামার বর্ণনা দিয়েছিল পাশের বাড়ির ফারজানা আপুর কাছে
জামাটা পুরানো হয়ে গেলো না!
শরিফা গাছটা ফলের ভারে উঠান ছুঁয়ে ফেলতো
সেই ছোট্ট বেলা থেকে জেনে এসেছি
এই একটা গাছ আম্মা লাগায়নি
হয়তো কোন পাখি
বয়ে এনেছিল এর বীজ,
জোছনা রাতে চাঁদ হাঁটতো
আমাদের সাথে ভরা যৌবন নিয়ে
আমাদের তনু-মন স্নান করতো কুয়োর জলে
কত বাড়ি থেকে যে কত মানুষ আসতো
চেনা কি অচেনা
কুয়োর জলে একটু ভাগ বসাবে
একবার মনে হয় কারবালার তেষ্টা ভর করেছিল পাড়ায়
সবার কুয়োর জল শেষ
পানি আর কাঁকর উঠে আসছে বালতি ভরে
আমাদের কুয়োটা তখন
বুক নিংড়ে নিংড়ে অকুন্ঠ জলে ভাসিয়ে দিচ্ছিল সবাইকে
আমরাও সবার তৃষ্ণা মেটানোর পরম সুখে সদর দরজা খুলে রেখেছিলাম।
আম্মার বাগান ছিল ফলের আর আমার ফুলের
উঠানটার দু'প্রান্তে দু'জনের রাজত্ব
কী ছিল না সেখানে
মানকচু গাছগুলো রাতের আবছায়ায়
বাচ্চা হাতির মতো দেখাতো
আর সে কচু খেতে গিয়ে
গলা ফুলে একসার তবু
একবারও মনে হতো না এদের নির্বংশ করা হোক!
সেবার-প্রথম ও শেষবার এই মায়াবতী বাড়ি ছেড়ে
বেশ খানিকটা দূরে বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে দিলো আমাকে
সেই প্রথম আম্মাকে ছেড়ে বাড়ির সবাইকে ছেড়ে এতদূর যাত্রা
আমার উঠান, বাগান, কুয়োর জল
সবার কথা একে একে মনে ভেসে আসছে
কীভাবে থাকবো সবাইকে ছেড়ে!
একমাস পর আম্মাকে নিয়ে আব্বা এলেন আমাকে দেখতে
কিন্তুর আম্মার মুখটা ফ্যাকাশে-মলিন
ভাবলাম এমনিতেই ফর্সা মানুষ তারওপর একমাত্র মেয়ে বাড়ি ছাড়া, ঠিক হয়ে যাবে
নানা কথা বলি আমি, বোর্ডিং স্কুলের সবাই খুব ভালো
আমি ছোট বলে সবাই খুব আদর করে
এখানে বিকালে সাপের মতো বেঁকে ট্রেন আসে
আমরা দলবেঁধে তার আসা-যাওয়া দেখি
আম্মার কোনকিছুতে মনোযোগ নেই
আম্মা এবার বলতে শুরু করে-
তোর আব্বা বাড়িটা বিক্রি করে দিয়েছে
এখন আমরা একটা বাসা ভাড়া নিয়েছি
আরো কী কী সব...
বিকালের ট্রেনটাও পাশ দিয়ে ছুটতে থাকে
আম্মার আর আমার সমস্ত কান্না যেন ট্রেনের তীব্র আওয়াজের সাথে মিশে যাচ্ছে
দু'জনই অঝোর ধারায় কেঁদে চলেছি
অথচ কেউ কারো কান্না দেখতে পাচ্ছি না।
- ধর্মীয় অপব্যাখা ও রাজনৈতিক কারণে শিক্ষাক্রমের বিরোধিতা করা হচ্ছে
- প্রযুক্তি ব্যবহারে নারী-পুরুষ বৈষম্য দূর করতে হবে: স্পিকার
- ৯ এপ্রিল থেকে যেসব ব্যাংকে মিলবে নতুন নোট
- ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- জন্মদিনে রুমির জন্য ভালোবাসা
- শিশুসাহিত্যিক ও ছড়াকার সিরাজুল ফরিদ আর নেই
- প্রথম ভূমি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পরিকল্পিত ছিল ফেনীর প্রথম প্রতিরোধ যুদ্ধ
- নওগাঁয় সাড়ে ৪শত পরিবারকে খাদ্য বিতরণ
- স্কুলে হামলাকারী কিনেছিলেন ৭টি বৈধ অস্ত্র
- কুমিল্লায় কৃষকরা কুল চাষে আগ্রহী হয়ে উঠছে
- ওয়েব সিরিজে মাধুরীকে ‘বেশ্যা’ বলে অসম্মান!
- সবাই সচেতন হই, রাস্তাঘাট জীবাণুমুক্ত রাখি
- ঢাকাসহ দেশের ১১ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
- রাজনৈতিক দলের তালিকা থেকে বাদ সু চির দল
- আজ থেকে একাদশে ভর্তির ৪র্থ ধাপের আবেদন শুরু
- বইমেলায় একদিনে ১২১ নতুন বই
- যৌতুক না দেওয়া-নেওয়ার শর্তে বুটেক্সে চাকরি
- ২৮ বছর পর ফের মুক্তি, ২ দিনে কত আয় করল ‘ডিডিএলজে’!
- সিরিজও হারল বাংলাদেশ
- কমল বয়স, শ্রাবন্তীকে দেখে চেনা দায়!
- ওয়ার্ল্ড ভিশনে চাকরির সুযোগ
- বাড়তে বাড়তে ব্রয়লার মুরগির দাম ২৬০
- ফের ট্রোলড হলেন শুভশ্রী
- বসন্তের আগমনে গাছে গাছে ফুটছে রঙিন ফুল
- আব্দুল জলিলের ১০ম মৃত্যুবার্ষিকী
- সারাদেশে পালিত হচ্ছে ২১ ফেব্রুয়ারি
- আপাতত বিয়ে করে পায়ে বেড়ি পরতে চাচ্ছি না: জয়া
- মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন খুলছে শনিবার
- আমাদের বাড়ি