ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৮:১০:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

‘আমি ওকে জন্মের আগে থেকে চিনি’

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৭ পিএম, ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ৭ নভেম্বর মুক্তি পাবে টালিগঞ্জের অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এবং সোহিনী সরকার অভিনীত ছবি ‘রান্না বাটি’। শুধু মায়ের হাতের রান্না নয়, বাবার হাতের রান্নাও যে সন্তানদের বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই বিষয় নিয়েই তৈরি হয়েছে এই ছবিটি।

এই সিনেমায় মুখ্য চরিত্রে ঋত্বিক এবং সোহিনী অভিনয় করলেও ঋত্বিকের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন শোলাঙ্কি রায়। ঋত্বিকের মেয়ের ছোটবেলার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনুমেঘাকে। বড়বেলার চরিত্রে অভিনয় করবেন ইদা দাশগুপ্ত।

সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। অভিনয় করবেন বরুণচন্দ্র, প্রদীপ কুমার নন্দী, রনজয় ভট্টাচার্য, তীর্থঙ্কর মজুমদার, অভিষেক বসু সহ আরও অনেকে। অনেকেই ভেবেছিলেন ছবিটি হয়তো মাছের ঝোল সিনেমার সিক্যুয়েল কিন্তু এই ছবিটির গল্প একেবারে অন্যরকম।

সিনেমার দেখানো হবে ঋত্বিক স্ত্রী এবং সন্তানকে নিয়ে সুখে সংসার করছিলেন। মেয়েকে পর্যাপ্ত সময় না দেওয়ার ফলে মায়ের সঙ্গে একটা আলাদা তৈরি করে ফেলেছিল মেয়ে। স্ত্রীর মৃত্যুর পর মেয়ের সঙ্গে দূরত্ব ঘোচানোর জন্য বারবার চেষ্টা করেও সফল হয় না ঋত্বিক।

এরপরেই এমন একজনের সঙ্গে দেখা হয় যে ঋত্বিককে রান্নাঘরের রাস্তা দেখিয়ে দেয়। যেহেতু মা-মেয়ের সম্পর্ক গড়ে উঠেছিল রান্নাঘরে, তাই মেয়ের সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য সেই রান্নাকেই সঙ্গী করেন ঋত্বিক। ধীরে ধীরে ঋত্বিক কি পারবে মেয়ের মন জয় করতে?

এই সিনেমায় অভিনয় করার সুবাদে ইদার সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে সোহিনীর। যদিও এই প্রথমবার নয়, ২০১৭ সালে ‘সব ভুতুড়ে’ ছবিতেও ইদা এবং সোহিনী একসঙ্গে অভিনয় করেছিলেন। কিন্তু, শুধু ছবির জন্য নয়, ইদাকে বহু বছর আগে থেকে চেনেন সোহিনী।

২৯ অক্টোবর ‘রান্না বাটি’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সোহিনী বলেন, ‘আমি ইদাকে সেদিন থেকে চিনি যেদিন ও জন্মগ্রহণও করেনি। ওর জন্মানোর আগে থেকে ওর সঙ্গে সম্পর্ক আমার। আমি ওর মাকে সাধ খাইয়েছি। সম্পর্কে আমি মাসি হলেও ও আমাকে দিদি বলে ডাকে।’

টলিউড অনলাইন দ্বারা শেয়ার করা ভিডিওতে দেখা যায় সোহিনী আরও বলছেন, ‘আমার আর ওর বয়সের যা ফারাক তা শুনে মনে হতেই পারে আমি বুড়ি হয়ে গিয়েছি। কিন্তু ও যখন আমাকে দিদি বলে ডাকে তখন মন ভালো হয়ে যায়। পাশে বসে থাকা ঋত্বিককেও ইদার সঙ্গে বন্ধুত্বের কথা গল্প করে শোনান সোহিনী।’

প্রসঙ্গত, ইদা অভিনেত্রী অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী এবং বিরসা দাশগুপ্তের কন্যা। ইদার দিদির নাম মেঘলা। ইদার ঠাকুমা চৈতালি দাশগুপ্ত একজন বিখ্যাত অভিনেত্রী। খুব ছোটবেলা থেকেই রুপালি পর্দায় পদার্পণ করেছে এই ছোট্ট মেয়েটি, যদিও ইতিমধ্যেই ইদার অভিনয় মুগ্ধ করেছে সকলকে।