আরচ্যারিতে মনিই আশা, সাগর-আলিফদের ব্যর্থতায় হতাশা
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০২ এএম, ১২ নভেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ এখনও পদক জেতেনি। কম্পাউন্ড নারী একক ইভেন্টে সেমিফাইনালে উঠেছেন কুলসুম আক্তার মনি। ঠাকুরগাঁওয়ের এই আরচ্যারকে ঘিরেই এখন খানিকটা আশা।
কুলসুম আক্তার ইরানের ফাতিমা বাঘেরিকে ১৪৫-১৪৩ স্কোরে হারানোর পর ভারতের দ্বীপশিখাকে ১৪২-১৪০ ব্যবধানে হারান। কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের ইউনুসোভা রোক্সানার বিপক্ষে কুলসুম জিতেছেন ১৪৬-১৪৪ পয়েন্টে। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বৃহস্পতিবার তিনি মুখোমুখি হবেন ভারতের প্রদীপ প্রিথিকার। মনির কণ্ঠে পদক পাওয়ার প্রত্যয়, ‘আমার ইভেন্ট থেকে সতীর্থরা সবাই বিদায় নিয়েছে, তবে আমি টিকে আছি বলে কোনো চাপ অনুভব করছি না। চাপ কেন নেব? এতদিন আমরা পরিশ্রম করেছি কিছু একটা পাওয়ার জন্যই। সেমিফাইনালেও আমি নিজের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করব।’
রিকার্ভ পুরষ এককে ১/৮ পর্যায়ে দক্ষিণ কোরিয়ার জ্যাং চায়েওয়ানের কাছে ৬-৪ সেট পয়েন্টে হেরে বিদায় নেন নাওয়াজ আহমেদ রাকিব। আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও রাম কৃষ্ণ সাহাও ভালো করতে পারেননি। কম্পাউন্ড পুরুষ এককে আগেই বিদায় নিয়েছিলেন রাকিব, সোহেল রানা ও মোহাম্মাদ আশিকুজ্জামান। বাকি ছিল হিমু বাছাড়ের খেলা। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ‘বাই’ পাওয়া হিমু মঙ্গলবার ১/১৬-এর লড়াইয়ে ভুটানের গাইতসে তেশিতুমের কাছে ১৪৩-১৪১ স্কোরে হেরে ছিটকে যান। কম্পাউন্ড মহিলা এককে পুষ্পিতা জামান দক্ষিণ কোরিয়ার পার্ক জং উনের বিপক্ষে টাইব্রেকে ১৪২-১৪২ (১০-১০+) জয়ের পর কাজাখস্তানের ইউনুসোভা রোক্সানার কাছে ১৪৫-১৪৩ স্কোরে হেরে ছিটকে যান ১/৮ থেকে। ইরানের আশেক জাহেদ ওসকুয়েই বিতার কাছে ১৪১-১৩৯ স্কোরে হেরে ১/১৬ থেকে বন্যা বিদায় নিয়েছেন।
দলগত বিভাগেও বাংলাদেশ তেমন ভালো করতে পারেনি। রিকার্ভ মহিলা দলগত বিভাগে ইরানকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে বাংলাদেশ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইতি-সোনালি-শিমুকে নিয়ে গড়া দল দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যায় ৬-০ সেট পয়েন্টে। কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে এলিমিনেশন রাউন্ডের শুরুতেই ছিটকে গেছে বাংলাদেশ। আশিকুজ্জামান-হিমু বাছাড়-নেওয়াজ আহমেদ রাকিবকে নিয়ে গড়া দল ২৩৪-২৩০ স্কোরে (৫৯-৫৯, ৫৪-৫৯, ৫৭-৫৮, ৬০-৫৮) হেরেছে চাইনিজ তাইপের কাছে।
বাংলাদেশ আরচ্যারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, ‘মনি এখনও পদকের লড়াইয়ে রয়েছে। আগামীকাল দু’টি মিশ্র বিভাগের খেলা, সেখানেও আমি কিছু প্রত্যাশা রাখছি। সামগ্রিকভাবে ফলাফল হতাশারই। তবে কেউ কেউ স্কোরে উন্নতি করেছে এবং এখানে বিশ্বমানের আরচ্যাররা এসেছে কোরিয়া ও তাইপে থেকে। এশিয়ান পর্যায়ে ব্যক্তিগত ইভেন্টে নবম হওয়া একেবারেই মন্দ নয়।’
২০২৪ সালে প্যারিস অলিম্পিক সরাসরি খেলেছেন রিকার্ভ এককে সাগর ইসলাম। দেশের মাটিতে এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদকের লড়াইয়ে না থাকতে পেরে তিনি বলেন, ‘প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। চেষ্টা করেছি এরপরও হয়নি। খেলাধুলায় বিশেষত আরচ্যারিতে এরকম খারাপ দিন হতেই পারে।’
এশিয়ান আরচ্যারিতে রিকার্ভ ইভেন্টে বাংলাদেশের অন্যতম ভরসার নাম ছিল রোমান সানা, দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল। তারা তিনজনই এখন আমেরিকায় জীবন গড়ার লড়াইয়ে রয়েছেন। তাদের অনুপস্থিতি ও প্রভাব নিয়ে কোচ মার্টিন বলেন, ‘এটা সাংবাদিকরা জিজ্ঞেস করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা নেই। এখন যারা রয়েছে তাদের নিয়েই আমাকে চলতে হবে।’
বাংলাদেশের অন্যতম কম্পাউন্ড আরচ্যার অসীম কুমারও আমেরিকায় উন্নত জীবন বেছে নিয়েছেন। ব্যক্তিগত কাজে সংক্ষিপ্ত সফরে দেশে এসেছেন তিনি। আজ বিকেলে এসেছিলেন এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে। পুরোনো শিষ্যকে আকস্মিক পেয়ে মার্টিন বেশ বিস্মিত–ই হয়েছেন।
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- ‘শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির, আগে টাকা দিলেই কাজ হতো’
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- ৩ দিন চলবে না মোটরসাইকেল, একদিন মাইক্রো-ট্রাক
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- ১৭ বছর বড় বড় গল্প শুনেছি: তারেক রহমান
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা











