ঢাকা, শুক্রবার ৩০, জানুয়ারি ২০২৬ ১৪:০৪:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ বিয়ের ক্ষেত্রে যে ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স মানবাধিকার নিশ্চিতে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টির চিঠি ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ আজ সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

আড়ংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:২৯ পিএম, ২৫ আগস্ট ২০১৮ শনিবার

আড়ংয়ে সোশ্যাল কমপ্লায়েন্স এন্ড প্রডিউসার ডেভেলপমেন্ট এসিস্ট্যান্ট পদে নিয়োগ দেয়া হবে। খালি পদের সংখ্যা ১টি। আগ্রহী যোগ্য প্রার্থীরা দরখাস্ত করতে পারেন।


চাকরির দায়িত্বসমূহ
 .. অনুষ্ঠান সংগঠনে সহায়তা প্রদান যেমন- প্রযোজক ফোরাম, সিওও  ফোরাম, প্রশিক্ষণ, মিটিং।
 ..  মিটিং রুম সাজানো।
 .. অ্যাপোয়েন্টমেন্ট, স্যাম্পল অনুমোদন, স্যাম্পল কার্ডে স্বাক্ষর ।
 .. প্রোডাকশন অফিসার থেকে গেট পাশ স্বাক্ষর নেয়া।
 ..  প্রযোজক এর ব্যবসার ফাইলে নথি সংরক্ষণ এবং সংগঠিতকরণ।
 .. অফিস এরান্ডস পরিচালনা।
 .. বাংলা এবং ইংরেজি টাইপিং।

চাকরির ধরন
ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা
এইচএইচসি
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
.. বয়স সর্বোচ্চ ৩২ বছর।
.. একাধিক নির্দেশের সঙ্গে মিলিয়ে চলতে সক্ষম।
 .. বেসিক কম্পিউটার দক্ষতা।


কর্মস্থল
ঢাকা


বেতন
আলোচনা সাপেক্ষ 

কোম্পানীর সুযোগ সুবিধাদি

লাঞ্চ সুবিধা: অর্ধেক ভর্তুকি

উৎসব ভাতা: ২টি (বার্ষিক)


আবেদন প্রক্রিয়া : আবেদনকারী বিডিজবস.কম অনলাইনে আবেদন করতে পারবেন। অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে ছবি পাঠাতে হবে।এছাড়া আপনার জীবনবৃত্তান্ত  [email protected] পাঠাতে পারেন।

আবেদনের শেষ তারিখ: সেপ্টেম্বর ১১, ২০১৮


কোম্পানির তথ্যাবলী
আড়ং সেন্টার, ৩৪৬ তেজগাও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮