ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ৩:০৩:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৬ প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার

ঈদ শেষে ঢাকায় ফিরছে কর্মমুখী মানুষ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ৫ মে ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের ছয় দিনের সরকারি ছুটি শেষে আজ বৃহস্পতিবার (৫ মে) খুলেছে অফিস। তাই প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছে কর্মমুখী মানুষ। ভোর থেকে রাজধানীর সায়েদাবাদ, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, সদরঘাট টার্মিনাল ও কমলাপুর স্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। তবে সড়ক পথে তেমন দুর্ভোগ না থাকলেও রেলপথে নানা দুর্ভোগ পোহাতে হয়েছে বলে জানান যাত্রীরা। তারপরও দুর্ভোগকে সঙ্গী করে জীবিকার তাগিদে রাজধানী ফিরছেন মানুষ।

কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীদের চাপ।

ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, জামালপুর ও ময়মনসিংহ থেকে আসা কয়েকজন যাত্রী জানান, ট্রেনে যাত্রীদের চাপ ছিল খুব বেশি। টিকিট না পেয়ে অনেককে দাঁড়িয়ে আসতে হয়েছে। গরমে যাত্রীদের অবস্থা ছিল নাজুক। প্রতিটি কম্পার্টমেন্টেই ছিল আসনের তুলনায় কয়েকগুণ বেশি যাত্রী।পা ফেলারও জায়গা ছিল না ট্রেনের ভিতর। গরমে ট্রেনের ভেতরে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে নারী ও শিশুদের।

কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ঈদের স্পেশাল ট্রেনসহ মোট ৩৭টি আন্তঃনগর ট্রেন সারাদেশ থেকে যাত্রী নিয়ে আজ ঢাকায় আসবে। তবে প্রতিটি স্টেশনে যাত্রী বেশি হওয়ায় নির্ধারিত সময়ের চেয়ে কয়েক মিনিট বেশি সময় দাঁড়াতে হচ্ছে যাতে যাত্রীরা ঠিকভাবে ট্রেনে উঠতে পারে।তাই ট্রেন আসতে একটু বিলম্ব হচ্ছে। এতে কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে ঢাকায় ফেরা যাত্রীদের।

উল্লেখ্য, গত ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি শেষে কাজে যোগ দিয়েছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। তবে আবার শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে আগামী রোববার (৮ মে) থেকে রাজধানী ফিরে যাবে আগের রূপে।