ঢাকা, মঙ্গলবার ০৮, জুলাই ২০২৫ ১৬:৪০:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল দেখবেন যেভাবে দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১১ কুমিল্লার তিন মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি সংবর্ধনা শেষে ভুটান গেলেন দুই নারী ফুটবলার

এবার বধূ বেশে অভিনেত্রী দিঘির আত্মপ্রকাশ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ পিএম, ৬ জুলাই ২০২৫ রবিবার

দিঘি

দিঘি

প্রায়শই ভিন্ন অবতারে হাজির হয়ে নজর কাড়েন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী ও মডেল প্রার্থনা ফারদিন দীঘি। তবে এবার বউ সেজে রীতিমতো চমকে দিলেন ভক্তদের! হঠাৎ করেই কনের বেশে নিজেকে মেলে ধরলেন এই নায়িকা। ফলে ভক্তদের মাঝেও জেগে ওঠে নানা কৌতূহল ও প্রশ্ন- তবে কী বিয়ের পিঁড়ি থেকে সরাসরি ধরা দিলেন দীঘি?

বলা বাহুল্য, কনের সাজে কিংবা ব্রাইডাল লুকে ধরা দেওয়াটা দীঘির ক্ষেত্রে নতুন কিছু নয়। ইতিপূর্বেও বহুবার কনে সেজেছেন এই নায়িকা। এবারও সাজলেন। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন দীঘি, যেখানে নায়িকাকে দেখা যাচ্ছে ঝলমলে বেনারসি ঘরানার কনের পোশাকে।

এছাড়াও ভারী গহনায় সেজেছেন দীঘি; মাথায় টিকলি, কানে ঝুমকা, গলায় হার, হাতে চুড়ি, আর চোখে-মুখে বোল্ড মেকআপের ছোঁয়া—সব মিলিয়ে যেন এক রাজকীয় আবহ!

অভিনেত্রীর এই রূপ ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে সাড়া ফেলেছে। অনেকেই ধারণা করছেন- দীঘি কি তবে বিয়ে করতে চলেছেন? কিন্তু আদতে এটি শুধুমাত্রই ফটোশুট। তবে নেটিজেনদের একজন এও মন্তব্য করেছেন, ‘এই রূপে যেন বাস্তবেও দেখা যায় দীঘিকে’।

প্রসঙ্গত,অভিনয়ের পাশাপাশি নিজের লুক ও স্টাইল নিয়েও সচেতন দীঘি। তবে তাকে নিয়ে আলোচনা তার অভিনয় নিয়েই। গত ঈদুল ফিতরে মুক্তি পায় এম রহিম পরিচালিত চলচ্চিত্র ‘জংলি’, যেখানে নায়ক সিয়ামের বিপরীতে দেখা যায় তাকে। এরপর আপাতত নতুন কোনো ছবিতে দেখা না গেলেও সামনে বেশ কিছু প্রজেক্ট রয়েছে দীঘির।