ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৭:৫১:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

‘এবার লক্ষ্য একটাই ভোটযুদ্ধে বিজয় অর্জন’

মানিকগঞ্জ প্রতিনিধি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০১ এএম, ২৩ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, ধানের শীষ ১৭ বছর মাঠে ছিল না, কিন্তু বাংলার মানুষের হৃদয়ে ছিল অম্লান। আমরা সেই ধানের শীষকে বুকে লালন করেছি, আজ সেটিই আমাদের ঐক্যের প্রতীক হয়ে ফিরেছে।

তিনি বলেন, আমাদের মধ্যে বিভেদ ছিল, মতপার্থক্য ছিল; কিন্তু ধানের শীষ আমাদের সেই বিভেদ ভুলিয়ে আবারও ঐক্যের পথে ফিরিয়ে এনেছে। এবার লক্ষ্য একটাই ভোটযুদ্ধে বিজয় অর্জন।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় হরিরামপুর উপজেলার ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিতা বলেন, ১৭ বছরের লড়াই-সংগ্রামে আমরা টিকে আছি, জিতেছিও। এখন সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে হবে নির্বাচনী মাঠে। মানিকগঞ্জের তিনটি আসনেই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে-এটাই আমার আহ্বান।

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে রিতা বলেন, বিদ্যালয় যেন কোনো রাজনৈতিক প্রভাবের শিকার না হয়। শিক্ষার্থীরা যেন নির্ভয়ে বিদ্যালয়ে আসতে পারে, সেই পরিবেশ সবাইকে মিলে নিশ্চিত করতে হবে। শিক্ষার মানোন্নয়নে আমার সহযোগিতা সবসময় থাকবে।

সভায় সভাপতিত্ব করেন ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধা, বাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন বিশ্বাস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আফরোজা খানম রিতা।