ঢাকা, বুধবার ২৩, অক্টোবর ২০২৪ ৫:৫০:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী বিশ্বকাপের সেরা একাদশে এক বাংলাদেশি গাজায় আরও একটি স্কুলে হামলা, নিহত ১০ চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২৫০, রোগী অর্ধলক্ষাধিক আম্পানের মতো একই পথে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’ নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা কল্যাণ রাষ্ট্রের অন্যতম নিয়ামক

এশিয়া কাপের ফাইনাল আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৮ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়ান ক্রিকেটের রাজমুকুট জয়ের লড়াইয়ে আজ রোববার মুখোমুখি হবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দুই দল ভারত ও শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।  
শুরু হবে বললেও কিন্তু আছে। কেননা, গোটা টুর্নামেন্টকে ধাওয়া করা বৃষ্টি শেষ মহারণেও বিঘ্ন সৃষ্টি করতে পারে।
কলম্বোর আবহাওয়া অফিস আজও বারকয়েক বৃষ্টি-বিরতির পূর্বাভাস দিয়েছে। ঝড়ো বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টি যদি আজ বেশি দুষ্টুমি করে, ফাইনাল ম্যাচ গড়াবে রিজার্ভ ডে’তে। কালও যদি বাদ সাধে বৃষ্টি, দুদলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
দুই সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ সাতবার এশিয়া কাপ জেতা ভারতের সামনে আজ অষ্টম শিরোপার হাতছানি। আর দ্বিতীয় সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকার সামনে ভারতের রেকর্ড ছোঁয়ার সুযোগ। দুদলই আসন্ন ওয়ানডে বিশ্বকাপে নামতে চায় এশিয়ার রাজা হয়ে। শক্তির বিচারে ভারত পরিষ্কার ফেভারিট হলেও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকাকে ঘরের মাঠে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। টি-২০ সংস্করণে হওয়া গত আসরের ফাইনালে ফেভারিট পাকিস্তানকে হারিয়ে বাজিমাত করেছিল লঙ্কাকানরা। এবারও ভাঙাচোরা দল নিয়ে চমকের পসরা সাজিয়ে বসেছে তারা। আফগানিস্তানের বিপক্ষে হারা ম্যাচ জিতে সুপার ফোরে জায়গা করে নেওয়ার পর পাকিস্তানের বিপক্ষে আরেকটি নাটকীয় জয়ে ফাইনালের টিকিট কাটে শ্রীলঙ্কা।  
চোটের থাবায় দলের সেরা তিন বোলারকে আগেই হারিয়েছে শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিংয়ের চোটে ফাইনাল থেকে ছিটকে গেছেন অফ-স্পিনার মাহীশ তিকশানাও। এ বছর ওয়ানডেতে তিকশানাই শ্রীলঙ্কার সফলতম বোলার। এশিয়া কাপে পাঁচ ম্যাচে আট উইকেট নেওয়া তিকশানাকে হারানো বড় ধাক্কা হলে লঙ্কানদের আত্মবিশ্বাস তুঙ্গে। নিজেদের আন্ডারডগ মেনে নিয়ে অধিনায়ক দাসুন শানাকার হুংকার, ‘দল হিসাবে আমরা আন্ডারডগ হওয়ায় বড় মঞ্চে সবাই নিজেদের মেলে ধরতে উন্মুখ। আমাদের তরুণ দলটি বিশ্বকে দেখাতে চায় কী করতে পারে। ছেলেরা দেশের জন্য সবটুকু দিয়ে লড়বে। ’

সুপার ফোরে নিয়মরক্ষার শেষ ম্যাচে বাংলাদেশের কাছে ছয় রানে হেরে ফাইনালের আগে ভারতও খেয়েছে বড় ধাক্কা। অক্ষর প্যাটেল চোট পাওয়ায় ফাইনালের জন্য দলে ডাকা হয়েছে আরেক অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। তবে কোহলি, বুমরারা বিশ্রামে থাকায় বাংলাদেশের কাছে হার নিয়ে বিচলিত নন দারুণ ফর্মে থাকা ভারতের তরুণ ওপেনার শুবমান গিল। তাকে ভাবাচ্ছে লঙ্কানদের ফর্ম ও লড়াকু মানসিকতা। দুনিথ ভেল্লালাগের অলরাউন্ড নৈপুণ্যে সুপার ফোরের ম্যাচে ভারতকে কাঁপিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। ফাইনালেও কঠিন চ্যালেঞ্জ দেখছেন গিল, ‘শ্রীলঙ্কার সঙ্গে আছে মোমেন্টাম। পাকিস্তানের বিপক্ষে তারা যেভাবে জিতেছে তাতে নির্ভার থাকার কোনো সুযোগ নেই আমাদের। তাদেরকে হারাতে নিজেদের শতভাগ দিতে হবে। ’ ওয়ানডে এশিয়া কাপে দুদলের আগের সাত ফাইনালের চারটিতে জিতেছে ভারত, তিনটিতে শ্রীলঙ্কা।।