ঢাকা, মঙ্গলবার ১৮, ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৭:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাসুমা মারা গেছেন ধ্বংসস্তূপ থেকে আরও ৯ ফিলিস্তিনির লাশ উদ্ধার কানাডা বিমানবন্দরে উড়োজাহাজ উল্টে আহত ১৫ ৭ দফায় কত বাড়ল স্বর্ণের দাম রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর যুক্তরাষ্ট্রে বৃষ্টি ও বন্যায় নিহত ৯, বিদ্যুৎহীন ৪ লাখ মানুষ

কামরাঙ্গীচরের ঘটনা নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত ২৮ জানুয়ারি ঢাকার কামরাঙ্গীচরের সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপু বিশ্বাসের। 

কিন্তু বাধ সাধে স্থানীয় মুসল্লিরা। বিষয়টি জানতেই সংগঠিত হয় তারা। অভিযোগ জানায় কামরাঙ্গীচর থানায়। অতঃপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁটির উদ্বোধন সম্পন্ন হয়।

বিষয়টি গতকাল নিশ্চিত করেন কামরাঙ্গীচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম। তিনি বলেছিলেন, ‘অনুষ্ঠানটি হয়নি। কারণ স্থানীয় হুজুরেরা আপত্তি করেছিলেন। তাই অপু বিশ্বাসকে আনেনি রেস্তরাঁ কর্তৃপক্ষ।’  

এছাড়া সংবাদমাধ্যমকে পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেছিলেন, ‘স্থানীয় হুজুররা এসে অভিযোগ করার পর, থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে। তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়ে গতকাল উদ্বোধন সম্পন্ন করেছেন।’


এদিকে মুসল্লিদের কয়েকজন একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে একজন সেখানে একজন অভিযোগের বিষয়টি তুলে ধরে বলেছিলেন, ‘অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে। এটা জানার পর মুসল্লি, জনতা ক্ষেপে উঠেছে। আমরা প্রশাসনের কাছে এসেছি। বলেছি, এই কামরাঙ্গীচরে নায়িকা-নর্তকি এনে এ ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না। দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে। স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। এ জন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন না আসতে পারেন।’

বিষয়টি নিয়ে অপু বিশ্বাস গতকাল নীরব থাকলেও মুখ খুলেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘মালিকপক্ষ থেকে যোগাযোগ করে বললো, আপু টাইম শেষ। আপনি একটা সুন্দর ভিডিও পাঠিয়ে দিন।’ কিন্তু কেন? অপু বলেন, ‘তাদের ইলেকট্রিসিটি সমস্যা ছিল। আমি তো এর আগেও একটা ওপেনিংয়ের অনুষ্ঠানে গিয়েছি।’

এর আগে গেল ২৫ জানুয়ারি টাঙ্গাইলে একটি শোরুম উদ্বোধনের কথা ছিল পরীমণির। তার সঙ্গেও একই ঘটনা ঘটে। স্থানীয় মুসল্লিদের বাধায় স্থগিত হয় অনুষ্ঠানটি।