খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি ২ মার্চ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের কারাদণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদক যে আপিল আবেদন করেছে, তার শুনানির জন্য আগামী ২ মার্চ দিন ধার্য করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেছেন।
গত ১৬ ফেব্রুয়ারি খালেদা জিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
এর আগে, গত বছরের ২৭ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। রায়ে খালেদা জিয়া ছাড়াও হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম এবং সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানও এ মামলায় খালাস পান।
হাইকোর্টে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।
এই মামলায় হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করে।
২০১৮ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের সাত নম্বর কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আখতারুজ্জামান (বর্তমানে হাইকোর্ট বিভাগের বিচারপতি) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সাজা হয়েছে মামলার অপর তিন আসামিরও।
দণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী (প্রয়াত), হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। সে সময় হারিছ চৌধুরী পলাতক হন। পরবর্তীতে তিনি প্রয়াত হন। বাকি আসামিরা হাইকোর্টে আপিল করেন।
২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়। ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে ২০১২ সালে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ খালেদাসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শেষ হলে দুদকের পক্ষে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২০১৮ সালের ১৯ অক্টোবর রায় ঘোষণা করা হয়।
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- গণফোরামসহ ১২ দলের সঙ্গে ইসির সংলাপ আজ
- লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে নৌকাডুবি
- বিকিনি না পরলে টপ থার্টিতেই যেতে পারবো না : মিথিলা
- বিএমইউ রেসিডেন্সি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- হোয়াটসঅ্যাপে আসছে থার্ড–পার্টি চ্যাট সুবিধা
- যে ৫টি অভ্যাসে বাড়ছে ডায়াবেটিস
- পাকিস্তানে নিখোঁজ ভারতীয় শিখ নারীর ইসলাম ধর্ম গ্রহণ
- কুখ্যাত গ্যাংস্টার চক্রে জড়াল নোরার নাম
- ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন তারেক রহমান: সেলিমা
- এনএসসির চিঠির জবাব দিল বিসিবি
- ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে দিল্লি
- ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিলো ইসরায়েল
- ঢাকার হারানো ৪৪ জলাধার ফিরিয়ে আনার উদ্যোগ
- বদলে গেল পুলিশের পোশাক
- বিহারে এনডিএর ঝড়ো বিজয়
- বদলে গেল পুলিশের পোশাক
- গাজাবাসীর নতুন ঝুঁকি বন্যা ও ভবন ধস
- ঢাকায় দুই মেডিকেল কলেজে ভর্তি বন্ধ
- আমার কাজ ইউটিউবে দেখানোর জন্য নয়: শাবনূর
- রাজনৈতিক বিরোধের মেঘ কাটছে
- আর্জেন্টিনা আসছে না বাংলাদেশে
- এনএসসির চিঠির জবাব দিল বিসিবি
- সিডর: দুই সন্তানকে হারিয়ে আজও নির্বাক লাভলী!
- নাগরিকদের জাপান যেতে মানা চীনের
- শীতের হাওয়া হঠাৎ ছুটে এলো...
- ধানমন্ডিতে মারধরের শিকার সেই সালমা কারাগারে
- নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে: সেনাপ্রধান
- শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন হানিয়া আমির
- বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক মৈথিলী ঠাকুর










