ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ৩:১৩:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আই হ্যাভ অ্যা প্ল্যান… পূর্বাচল ৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়লো হাদি হত্যায় মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেপ্তার ইন্টারনেট শাটডাউন চিরতরে নিষিদ্ধ করল সরকার

‘খুব শিগগিরই বিশ্ব সুন্দরীর মুকুট জয় করবো’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার

‘আমরাও খুব শিগগিরই বিশ্ব সুন্দরীর মুকুট জয় করবো’ এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজক প্রতিষ্ঠান অন্তর শো বিজ-এর কর্ণধার স্বপন চৌধুরী। 

আজ শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় এবারের আয়োজনে আমাদের যে ঘাটতি ছিলো সেগুলো আমরা চিহ্নিত করেছি। পরের বছর থেকে এগুলো শোধরে নেব। 

তিনি বলেন, আমরা ঐশীর সঙ্গে কথা বলছি। তার অভিজ্ঞতার আলোকে নানা পরিকল্পনা করে আগামী বছর নতুন উদ্যমে শুরু করবো। আশা করছি খুব শিগগিরই আমরাও বিশ্ব সুন্দরীর মুকুট জয় করে আনবো।

অনেক দিন বিরতির পর ২০১৭ সাল থেকে আবারও বিশ্বসুন্দরীর মূল আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় সদ্য শেষ হওয়া আসরে প্রতিযোগী ছিলেন বরিশালের পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ফাইনালে যাওয়ার গৌরবও অর্জন করেছেন।

চীনে সব আনুষ্ঠানিকতা সেরে ১০ ডিসেম্বর দেশে ফিরেছেন ঐশী। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে করে অন্তর শো বিজ। এফডিসির জহির রায়হান কালার ল্যাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বপন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন অন্তর শোবিজের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন চৌধুরী ও বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়া জান্নাতুল ফেরদৌস ঐশী। সংবাদ সম্মেলনে ঐশী প্রতিযোগিতায় তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

ঐশী বলেন, মূল আসরে গিয়ে মনে হয়েছে আরও কিছু বিষয় নিজের সঙ্গে যুক্ত করে নিয়ে যাওয়া উচিত এইসব প্রতিযোগিতায়। ওখানে সুন্দরী মানে শুধু দেখতে সুন্দরী না। নারীর মন ও মানসিকতার সৌন্দর্যটাকেই তারা প্রাধান্য দেয়। একজন প্রতিযোগীর ন্যাচারাল বিউটিকে গুরুত্ব দেয়। যেটা আমার মধ্যে ছিলো বলে আয়োজক ও সাবেক বিশ্বসুন্দরী মানসী চিল্লার বারবার বলতেন।

তিনি বলেন, আমার দুর্ভাগ্য যে মূল আসরে যাওয়ার আগে ভালো গ্রুমিং নিতে পারিনি। আপনারা জানেন, আমি অনেকদিন হাসপাতালে ভর্তি ছিলাম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে। তাই নিজেকে তৈরি করার যতোটা সময় প্রয়োজন ছিলো সেটা পাইনি। তবে পুরো আয়োজনটি আমার জন্য ছিলো জীবনের শ্রেষ্ঠ অর্জন। আমার আত্মবিশ্বাস সবাইকে মুগ্ধ করেছে। অভিজ্ঞতা থেকে বলছি, এবারের ছোট ছোট ভুলগুলো শুধরে নিয়ে চলতে পারলে খুব দ্রুতই আমরা বিশ্বসুন্দরীর মুকুট জিতে নিতে পারবো।

স্বপন চৌধুরী বলেন, ‘জানি খুব অল্প সময়ের মধ্যে আয়োজন করায় অনেক ভুল ভ্রান্তি ছিলো। তবে আমরা যে সর্বোচ্চ চেষ্টা করেছি দেশকে বিশ্ব মানচিত্রে ভালোভাবে তুলে ধরার তার প্রমাণ ঐশী দিয়েছেন ফাইনালে জায়গা করে নিয়ে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এখানে দেশের স্বনামধন্য সাংবাদিক ভাই-বন্ধুরা আছেন। আপনাদের সামনেই দুঃখ প্রকাশ করে বলতে চাই, এবারের আসরে ‘এইচ২ও’ এবং অন্যান্য বিষয় নিয়ে যতোটা আলোচনা হয়েছে তার সিকি ভাগও হয়নি এই মেয়েটাকে নিয়ে, যে কী দেশের জন্য ভালো একটা সম্মান বয়ে এনেছে।

তিনি বলেন, যাদের সমালোচনা করে সবাই এই আয়োজনকে প্রশ্নবিদ্ধ করারে চেষ্টা চলেছিলো তারা কেউই কিন্তু বিজয়ী বা সেরা ছিলেন না। যিনি সেরা হয়েছেন তিনি কিন্তু যোগ্য এবং সমালোচনার বাইরে ছিলেন। তবুও কেউ কেউ ঐশীর সৌন্দর্য ও যোগ্যতা নিয়ে কথা বলেছেন। কিন্তু দেখুন, এই ঐশীই কিন্তু বিশ্বক আসরে মাতিয়ে এসেছে। সে হয়তো মুকুটটাই পায়নি কিন্তু আয়োজকদের ভূয়সী প্রশংসা সে পেয়েছে। 

অন্তর শোবিজের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন চৌধুরী বলেন, ‘ঐশীর ফাইনালে যাওয়াটা আমাদের জন্য আনন্দের। ও খুবই জনপ্রিয় ছিলো প্রতিযোগীদের মধ্যে। সবাই ওর খুব প্রশংসা করেছে। বিশেষ করে ওর আত্মবিশ্বসটা ছিলো দেখার মতো। তিনি বলেন, বারবার সাংবাদিক বন্ধুদের আমরা পাশে পেয়েছি। আপনারাও আমাদের এই সাফল্যের অংশ। আগামীর দিনগুলোতে আরও সাফল্য বয়ে আনতে আপনাদের পরামর্শ আমাদের প্রয়োজন।