ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৯:০৭:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

চতুর্থবারের মতো এমপি হলেন হাবিবুন নাহার 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৫ পিএম, ৭ জানুয়ারি ২০২৪ রবিবার

চতুর্থবারের মতো এমপি হলেন হাবিবুন নাহার 

চতুর্থবারের মতো এমপি হলেন হাবিবুন নাহার 

বাগেরহাট ৩ আসনে (রামপাল- মোংলা) চতুর্থবারের মতো ব্যাপক ভোটের ব্যাবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। নৌকা প্রতীক নিয়ে তিনি এ আসনে ভোট পেয়েছেন ৭৫ হাজার ৯৬৮ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদার পেয়েছেন ৫৮ হাজার ২০৪ ভোট। 

মোট ৯৬টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফলে সংশ্লিষ্ট পিসাইডিং কর্মকর্তারা রবিবার (৭ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় এতথ্য নিশ্চিত করেছেন। 

রামপাল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা জানান, এই আসনে মোট পড়েছে ৫৯ শতাংশ। মোট ভোটার দুই লাখ ৫৪ হাজার ৮৯৫। এই আসনে এই দুজন ছাড়া প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন আরও পাঁচ প্রার্থী। 

এদিন সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

ফলাফল জানার পর রোববার রাতে মোংলা শহরে দফায় দফায় আনন্দ মিছিল বের করে নৌকা প্রতীকের কর্মি-সমর্থকরা।