ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ১১:১৫:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৯ এএম, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বুধবার (৮ অক্টোবর) রাতে জিয়ারত করেছেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গুলশানের বাসা থেকে রাতে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশে রওনা দেন তিনি।

সমাধিস্থলে পৌঁছে গাড়িতে বসে দোয়া করেন এবং কিছুক্ষণ অবস্থান শেষে বাসার উদ্দেশে ফিরে যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ১১টার দিকে বেগম খালেদা জিয়া মাজারে পৌঁছান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিএনপির একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, খালেদা জিয়ার মাজার জিয়ারতের ঘটনাটি ছিল একেবারেই আকস্মিক। ঠিক কী কারণে তিনি হঠাৎ মাজারে গেছেন, সেটি স্পষ্ট নয়।

দলের এক কেন্দ্রীয় প্রভাবশালী নেতা বলেন, ‘স্বামীর মাজার জিয়ারত করা অস্বাভাবিক কিছু নয়।’

অন্য এক নেতা জানান, ‘মুক্তির পর তিনি একবারও যাননি, তাই হঠাৎ আজ যাওয়া কিছুটা বিস্ময়কর। সম্ভবত ব্যক্তিগত ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত।’

খালেদা জিয়ার সঙ্গে মাজারে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ খালেদা জিয়া তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছিলেন।

এদিকে খালেদা জিয়ার মাজার জিয়ারতকে কেন্দ্র করে বুধবার রাতে চন্দ্রিমা উদ্যানে ছাত্রদল ও যুবদলের অসংখ্য নেতাকর্মী সমবেত হন।