ঢাকা, শুক্রবার ৩০, জানুয়ারি ২০২৬ ০:৫১:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

টোকিও চলচ্চিত্র উৎসবে রুনা খানের বাজিমাত

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ৩০ জুন ২০২৫ সোমবার

টোকিও চলচ্চিত্র উৎসবে রুনা খানের বাজিমাত

টোকিও চলচ্চিত্র উৎসবে রুনা খানের বাজিমাত

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান অভিনীত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নীলপদ্ম’ টোকিও লিফট অব চলচ্চিত্র উৎসব ২০২৫-এ সেরা পুরস্কার জিতে নিয়েছে। 

এর আগে নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবেও এ সিনেমাটি ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। চলতি বছর ঢাকা আন্তজার্তিক ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয় ‘নীলপদ্ম’। 

দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবনকাহিনি, সামাজিক পরিচয় আর অধিকারের গল্প নিয়ে নির্মিত ‘নীলপদ্ম’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন রুনা খান। 

এ অভিনেত্রীর ‘নীলপদ্ম’ সিনেমা ছাড়াও ঈদে মুক্তি পেয়েছে অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, যেখানে তার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। এ ছাড়া ‘পাপ কাহিনীতেও দেখা গেছে অভিনেত্রীকে।

এদিকে গত শনিবার (২৮ জুন) জাপানের ‘টোকিও লিফট অব ফেস্টিভ্যালে সেরা পূর্ণদৈর্ঘ্য ‘নীলপদ্ম' সিনেমার পুরস্কারপ্রাপ্তির খবর জানিয়ে নির্মাতা তৌফিক এলাহী বলেন, টোকিও লিফট অব ফেস্টিভ্যালের সিলেকশনে ছিল ‘নীলপদ্ম’। জুরিরা সিনেমাটিকে নানাভাবে বিচার-বিশ্লেষণ করে মার্কিং করছিলেন। সব আপডেটই ই-মেইলে পাচ্ছিলাম।

তিনি বলেন, কিন্তু এটি যে নির্বাচিত বহু সিনেমাকে পেছনে ফেলে সেরা ফিচার ফিল্মের পুরস্কার পাবে, সেটি কখনো ভাবিনি। ‘নীলপদ্ম’ আমার গবেষণাধর্মী নির্মাণ। 

তৌফিক এলাহী বলেন, কর্তৃপক্ষ আমাকে ই-মেইলযোগে আগেই বিষয়টি জানিয়েছিল। কিন্তু ই-মেইল চেক করতে দেরি হলো বলে বিষয়টি এখন জানাতে পারছি। এটি ‘নীলপদ্ম’র প্রথম সম্মান।

নির্মাতা বলেন, এটি শুধু আমার একার প্রাপ্তি নয়, এ সিনেমার আর্টিস্ট, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সবার প্রাপ্তি।

উল্লেখ্য, অভিনেত্রী রুনা খান ছাড়াও আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, একে আজাদ সেতু প্রমুখ। এটি বর্তমানে প্রদর্শিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।