ঢাকা সিটি নির্বাচন: জনভোগান্তি উপেক্ষা করে চলছে প্রচারণা
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার
ঢাকা সিটি নির্বাচন: জনভোগান্তি উপেক্ষা করে চলছে প্রচারণা
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের বাকি আছে আর সপ্তাহ খানেক সময়। শেষ পর্যায়ে এসে ভোটারদের নজর কাড়তে সব ধরনের কৌশল ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
প্রচারণার সবচেয়ে জনপ্রিয় মাধ্যমে পরিণত হয়েছে প্রার্থীদের গুণকীর্তন করে প্যারোডি গান বানিয়ে মাইকে বাজানো। কিন্তু অব্যাহত প্রচারণা ও মাইকের এ ব্যবহার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দাদের জন্য পরিণত হয়েছে উপদ্রব হিসেবে।
প্রচারণায় অন্যতম সমস্যা হিসেবে দেখা দিয়েছে শব্দ দূষণ। কিন্তু সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ অনুযায়ী কোনো প্রার্থী দুপুর ২টার আগে এবং রাত ৮টার পরে প্রচারণায় মাইক ব্যবহার করতে পারেন না।
‘প্রচারণার গাড়ি, ভ্যান ও রিকশা থেকে দিন-রাত বিরামহীনভাবে উচ্চস্বরে শব্দ আসছে। এমনকি রাত ১০টার পরও বাজতে থাকে...তাতে এলাকার সবারই সমস্যা হচ্ছে,’ ইউএনবিকে বলেন রামপুরা এলাকার গৃহিণী জিনাত রায়হানা।
প্রচারণার উচ্চ শব্দ শিক্ষার্থী ও অসুস্থ বয়স্কদের বেশি ক্ষতি করছে বলে মন্তব্য করেন তিনি।
এ ঘটনাকে নির্বাচনী আচরণের সরাসরি লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) মহাপরিচালক ড. শাহরিয়ার হোসেন।
‘সব প্রার্থী নির্বাচন কমিশন নির্ধারিত বিধি লঙ্ঘন করছেন। তারা প্রচারণার জন্য হাইড্রোলিক হর্ন ব্যবহার বা মোটরশোভাযাত্রা করতে পারেন না...এটি দুঃখজনক, কারণ যারা নিয়ম লঙ্ঘন এবং পরিবেশ দূষণ করছেন তারাই শহর পরিচালনায় মূল অংশীজন হবেন,’ তিনি বলেন ইউএনবিকে।
সিটি নির্বাচনের আরেক উপদ্রব হলো রাজধানীতে ঝুলিয়ে দেয়া প্লাস্টিকের মোড়কে থাকা বা লেমিনেটেড পোস্টারের আধিক্য। মেয়র ও কাউন্সির প্রার্থীদের সরবরাহ করা তথ্য অনুযায়ী, মোট প্রায় ৫০ লাখ পোস্টার ছাপা হয়েছে। এসব পোস্টারের বেশিরভাগই রাস্তায় ঝুলছে এবং ছিঁড়ে যাওয়াগুলো সড়কে গড়াগড়ি খাচ্ছে।
হাইকোর্ট বুধবার এক আদেশে লেমিনেটেড পোস্টার ব্যবহার নিষিদ্ধ করেছে। কিন্তু এরই মধ্যে যে বিপুল সংখ্যক পোস্টার চলে এসেছে তা পরিবেশের জন্য আসন্ন হুমকি হিসেবেই রয়ে গেছে।
ড. শাহরিয়ার বলেন, লেমিনেটেড পোস্টার শেষ পর্যন্ত পরিবেশকে আক্রান্ত করবে। তিনি উল্লেখ করেন যে আদালত নির্বাচনের পর পোস্টার সরিয়ে নেয়ারও নির্দেশ দিয়েছে।
‘এসব পোস্টারের আসলে কী হবে? এগুলো যাবে কোথায়? এগুলো স্পষ্টত জলাশয়ে ফেলা হবে যা নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা আটকে দেবে,’ বলেন তিনি।
তিনি বিপুল সংখ্যক লেমিনেটেড পোস্টারের কারণে শেষ পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি এবং সেখানে মশা জন্ম নেয়ার কথাও উল্লেখ করেন।
তিনি ইউএনবিকে বলেন, প্রার্থীদের প্রচারণায় অসতর্ক আচরণ উদ্বেগের। কারণ তারাই তো অবশেষে নগর পরিচালনা করবেন।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় যে সবখানে পরিস্থিতি প্রায় একই। প্রতিটি জায়গায় ঝুলছে লেমিনেটেড পোস্টার আর মাইকে উচ্চস্বরে চাওয়া হচ্ছে ভোট।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক এমএ মতিন ইউএনবিকে বলেন, প্রার্থী ও তাদের সমর্থকরা নিজেদের কাজকে নির্বাচনী উৎসবের দোহাই দিয়ে চালিয়ে দিতে পারেন। কিন্তু এ কাজ অন্যভাবেও করা যেত।
‘রাজনীতিবিদরা পরিবেশকে অগ্রাধিকার দেন না। তারা প্রচারণার জন্য পরিবেশ আইন লঙ্ঘন করেন,’ জানিয়ে মতিন লেমিনেটেড পোস্টার ব্যবহার নিষিদ্ধে হাইকোর্টের আদেশের প্রশংসা করেন। কিন্তু এর যথাযথ বাস্তবায়ন নিয়ে সন্দেহ পোষণ করেন তিনি।
বাপা সাধারণ সম্পাদক উল্লেখ করেন যে তাদের সংগঠন রাজনীতিবিদদের পরিবেশ বিষয়ে সচেতন করতে শিগগরিই প্রচারণা শুরু করবে।
মতিন বলেন, রাজনীতিবিদরা একটি খারাপ ধারা চালু করেছেন। তা হয়তো ভবিষ্যত নির্বাচনেও চলতে পারে। ‘যা পরিবেশের ক্ষতি, পানি নিষ্কাশন বন্ধ ও জনগণের শান্তিভঙ্গ করতে পারে, তেমন কোনো প্রচারণা আপনি চালাতে পারেন না। আমরা এমন পরিস্থিতি সৃষ্টি করেছি যা প্রচারণাকারীরা বিচক্ষণতার সাথে কাজ করলে সহজেই এড়ানো যেত।’
- জামদানিতে নজর কাড়লেন রুনা খান
- সাবিনাকে অধিনায়ক করে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
- মালদ্বীপে মুগ্ধতা ছড়াচ্ছেন মেহজাবীন-আদনান
- গাড়ি দুর্ঘটনায় আহত মেসির বোন
- ২২ ঘণ্টায় ৩৭ লাখ টাকা অনুদান পেলেন তাসনিম জারা
- গানে গানে ছায়ানটের প্রতিবাদ, জাতিসত্তা ও সংস্কৃতি সুরক্ষার আহ্বান
- খুলনায় এনসিপির নেতাকে গুলির ঘটনায় নারী আটক
- একদিনে বাড়ল ৪২০০, ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা-রুপা
- ৪ প্রতিষ্ঠানের পদ ছাড়লেন বিএনপি প্রার্থী পুতুল
- মাদ্রাসার বৃত্তি পরীক্ষায় ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি
- ভিসা জটিলতায় কর্মীদের সতর্ক করল গুগল ও অ্যাপল
- শীতে হাঁটু ব্যথা নিয়ন্ত্রণে রাখতে ৫টি কার্যকরী ঘরোয়া উপায়
- ফুড সেফটি নিশ্চিত না হলে মাছের উৎপাদন বাড়ানোর অর্থ নেই
- বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে আসা বিক্ষোভকারীদের ব্যাপক লাঠিচার্জ
- একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন
- দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা বন্ধ ঘোষণা
- ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান
- ‘সরকারকে অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে’
- ঋণের চাপে গলায় ফাঁস নিলেন গৃহবধূ
- বিশ্বকাপ জয় প্রসঙ্গে চাঞ্চল্যকর মন্তব্য নেইমারের
- প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক
- ‘ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিক নিয়ে বৈষম্য দেখা যায়’
- ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে উগ্রবাদের স্থান হবে না’
- শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কী খাবেন?
- দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
- পুলিশ সদস্যের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
- সরকারি হলো ১২ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান
- কলকাতায় বাংলাদেশ হাইকমিশন ‘না রাখতে’ দেওয়ার হুমকি শুভেন্দুর
- বর্ণবাদের বিষবাষ্প এবার খাজার দুই মেয়ের দিকে
- যুক্তরাষ্ট্রে টিকটকের নতুন চুক্তি











