ঢাকা, মঙ্গলবার ০৮, জুলাই ২০২৫ ১৭:৪৭:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল দেখবেন যেভাবে দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

ঢাবি এমফিলে ভর্তির আবেদনের সময় বাড়ল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৯ পিএম, ১ জুলাই ২০২৫ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার অফ ফিলোসফি (এম.ফিল.) প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র দাখিলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

বর্ধিত সময়সূচি অনুযায়ী ১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.du.ac.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটের শিক্ষকদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক নির্বাচন করতে হবে এবং তত্ত্বাবধায়কের অধীনে ও মাধ্যমে এম.ফিল. প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে।

ভর্তি ফরমের ফি বাবদ এক হাজার টাকা আগামী ২৪ জুলাইয়ের মধ্যে জনতা ব্যাংক টিএসসি শাখায় জমা দিতে হবে।

আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের অফিসে জমা দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে ফি বাবদ টাকা জমার রশিদের মূলকপি, সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ ও নম্বরপত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে।

এছাড়া গবেষণার একটি রূপরেখা (সিনপসিস) জমা দিতে হবে।