ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ১৭:৩৮:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

দৈনিক ৪ ঘণ্টা কাজের শর্তে আইসিবিতে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ১৭ মে ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের খণ্ডকালীন কর্মী নিয়োগ দেবে। আগ্রহীররা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: মেডিকেল রিটেইনার। পদের সংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: চিকিৎসাকাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতাসহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ থেকে ন্যূনতম এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। 


মেডিসিন বিষয়ে এফসিপিএস/এমআরসিপি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ থাকতে হবে।

সপ্তাহের প্রতি কার্যদিবসে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নির্ধারিত কার্যালয়ে উপস্থিত থেকে চিকিৎসাসেবা প্রদান করতে হবে। অফিসে উপস্থিত থাকার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। বিজ্ঞপ্তি অনুসারে মাসিক রিটেইনার ফি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। 

প্রয়োজন হলে কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের মেডিকেল রিটেইনার তার ব্যক্তিগত চেম্বারে চিকিৎসাসেবা দেবেন এবং এ বাবদ প্রতি ভিজিটের জন্য ২৫০ টাকা ফি করপোরেশন থেকে দেওয়া হবে।

প্রতি পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১০ দিনের নৈমিত্তিক ছুটি ভোগ করতে পারবেন। নিয়োগের মেয়াদ এক বছর, যা শেষ হওয়ার পর নবায়নযোগ্য।

যেভাবে আবেদন : আগ্রহী নারী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের কপি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন সনদসহ সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি, আনুষঙ্গিক কাগজপত্রসহ আবেদনপত্র পাঠাতে হবে উপমহাব্যবস্থাপক, অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, প্রধান কার্যালয়, বিডিবিএল ভবন (লেভেল#১৪), ৮, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০ ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ : ১৫ জুন, ২০২৩