ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ১৩:০৬:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

নতুন রূপে ধরা দিলেন জয়া আহসান

বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে দেখে বোঝার উপায় নেই বয়স যে কখন থমকে দাঁড়িয়েছে। অভিনেত্রীর রূপলাবণ্যে দেখা যায়, দিন দিন যেন তার বয়স কমে যাচ্ছে। অভিনয় আর সৌন্দর্যের দারুণ মিশেলে খানিক ব্যতিক্রমই অভিনেত্রী। দুই দেশে পুরোদস্তুর অভিনয় করে চলেছেন তিনি। আর অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার সরব উপস্থিতি। প্রায়ই নিত্যনতুন রূপে ধরা দেন জয়া আহসান। তার ভালোলাগা-মন্দলাগা জানান দেন ভক্ত-অনুরাগীদের। 

সাম্প্রতিক সময়ে যেমন অভিনয়ে প্রশংসিত, ঠিক তেমনই ব্র্যান্ড এনডোর্সমেন্টেও তার উপস্থিতি এখনো তুঙ্গে। কাজের প্রতি একাগ্রতা আর কমার্শিয়াল শুটে তার সক্রিয় অংশগ্রহণই প্রমাণ করে প্রিয় মুখ জয়া। আবারও তার ব্যতিক্রম হয়নি। অভিনেত্রী নিজেকে মেলে ধরেছেন অন্য এক রূপে। 

তার প্রতিটি লুকেই নিজস্ব সৌন্দর্যের ছাপ স্পষ্ট ফুটে ওঠে। সম্প্রতি একের পর এক শাড়ির সাজে নজর কেড়েছেন জয়া আহসান। এবারও দেখা গেছে অন্য এক জয়াকে। সাদা রঙের শাড়ি আর ঐতিহ্যবাহী গহনায় তিনি হয়ে উঠেছেন অনন্য অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক মাধ্যমে তার পোস্ট করা বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। একই সঙ্গে ভক্তরাও যেন জয়াকে নতুন করেই দেখলেন। সাদা রঙের শাড়িতে গলায় গহনার সংমিশ্রণে লাবণ্যময় উপস্থিতি ফুটিয়ে তুলেছেন এক ক্ল্যাসিক বাঙালি রূপ। ছবির পটভূমিতেও আছে পুরোনো দিনের আসবাব ও সবুজ গাছপালার আবহ, যেন বাঙালি নারীর ঐতিহ্য ও আভিজাত্য ফুটে উঠেছে।

অভিনেত্রীর শুধু স্টাইলই নয়, ছবির আড়ালে রয়েছে এক প্রোমোশনাল দিকও। জয়া আহসানের পোস্টের ক্যাপশনে লিখেছেন—পরনের এই গহনাগুলো একটি গহনা ব্র্যান্ডের প্রচারের অংশ।