ঢাকা, বুধবার ২৪, ডিসেম্বর ২০২৫ ১৭:৫৯:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ফুড সেফটি নিশ্চিত না হলে মাছের উৎপাদন বাড়ানোর অর্থ নেই বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে আসা বিক্ষোভকারীদের ব্যাপক লাঠিচার্জ একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু নোয়াখালীতে চর দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৫

নারী নির্যাতনমুক্ত সমাজ গড়তে সরকার দৃঢ়: ইন্দিরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৩ এএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, নারীর ক্ষমতায়ন, বৈষম্যহীন ও সমতাভিত্তিক নির্যাতনমুক্ত সমাজ গঠনে বর্তমান সরকার দৃঢ় সংকল্পবদ্ধ।

সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী কর্মসূচি ও জাতীয় সংলাপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা রুখতে ও সুরক্ষা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, নারীর সুরক্ষায় সরকার গত ১০ বছরে সময়োপযোগী অনেক আইন ও নীতি প্রণয়ন করেছে। কিছু আইন সংস্কারও করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার ও বাংলাদেশে ইউএন রেসিডেন্ট কোর্ডিনেটর মিয়া সেপ্পো। স্বাগত বক্তব্য দেন ড. আবুল হোসেন।

অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউনাইটেড ন্যাশনস ইন বাংলাদেশ